বিবিডেস্ক: বাজার মন্দা হলেও উৎসবের মরশুমে বোনাস বন্ধ করবে না দেশের নামজাদা সংস্থাগুলো। ভারতের ফর্মাল সেক্টরগুলির এই বার্তা আশা জুগিয়েছে পণ্য সংস্থা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের। এই পদক্ষেপ চলতি মরশুমে বিক্রয় বাড়িয়ে তুলবে বলেই মনে করছেন ব্যবসায়ীরা।
জানা গিয়েছে, দেশজুড়ে হিন্দুস্তান ইউনিলিভার, আইটিসি, গোদরেজ গ্রুপ, অ্যাক্সিস ব্যাঙ্ক, ফিউচার গ্রপ, হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া, মারুতি-সুজুকি, আরপিজি গ্রপ, বিগ বাস্কেট, গ্রোফার্স, পিউমা, প্যানাসনিক, ডিক্সন টেকনোলজি-সহ একাধিক শিল্প সংস্থা ইতিমধ্যেই তাদের কর্মচারীদের বোনাস দিতে শুরু করেছে।
পড়তে পারেন: বউবাজার বিপর্যয় ব্যবসায় ফিরিয়ে এনেছে হোটেলগুলোকে
এই ইন্সেন্টিভের মধ্যে রয়েছে উৎসবের জন্য বিশেষ ভাতা অথবা বাড়তি সেলস ইন্সেন্টিভ। এছাড়াও উচ্চপদস্থ আধিকারিক এবং ম্যানেজারদের জন্য সেপ্টেম্বর-অক্টোবর মাসে একটি বিশেষ বোনাস দেওয়া হচ্ছে। পাশাপাশি, নিয়মমাফিক বোনাস দেওয়া হচ্ছে কারখানা এবং দোকানে কর্মরতদেরও। যা তাদের মূল বেতনের একটি অংশ।