আন্তর্জাতিক বাজারে চাহিদা কমেছে। সোনার দাম পড়ল ৫২২ টাকা!
বিবি ডেস্ক: ধারাবাহিক ভাবে সস্তা হচ্ছে সোনা। শুক্রবার আবার সোনার দাম কমেছে। একই সঙ্গে রুপোর দামেও পতন।
পড়তে পড়তে দিল্লিতে সোনার দাম এখন ৪৪ হাজারের ঘরে নেমে এসেছে। একই ভাবে পতনের শিকার হয়ে রুপোর দাম এখন ৬৫ হাজার টাকা।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে দুর্বল প্রবণতার কারণে দিল্লিতে এ দিন সোনার দাম কমেছে ৫২২ টাকা। প্রতি ১০ গ্রাম সোনার দাম পৌঁছে যায় ৪৩,৮৮৭ হাজার টাকায়। আগের ট্রেডিং সেশনে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৪৪,৪০৯ টাকায় ঠেকেছিল।
একই সময়ে রুপোর দাম কমে হয় ১,৮২২ টাকা। প্রতি কেজি রুপোর দাম কমে ঠেকে ৬৪,৮০৫ টাকায়। একদিন আগে রুপোর দাম বন্ধ হয়েছিল ৬৬,৬২৭ টাকায়।
এই সময়ে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে ১৬৯৬ ডলার কমেছে। রুপোর দাম প্রতি আউন্সে কমেছে ২৫.২০ টাকা।
প্রসঙ্গত, গত আগস্ট মাসে সোনার সর্বোচ্চ দাম উঠেছিল প্রতি ১০ গ্রামে ৫৬,২০০ টাকা। সেখান থেকে এখন প্রায় ১২ হাজার টাকা পড়ে গিয়েছে। বিশ্লেষকরা বলছেন, সোনার দামের এই সংশোধন ভারতে সোনার গয়নার চাহিদা বাড়াতে সাহায্য করতে পারে। এমনিতে বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়েই ভারতে সোনা এবং রুপোর ফিউচারের দাম ওঠানামা করে থাকে।
ভারতে সোভেরান গোল্ড বন্ড ২০২০-২১ সিরিজের সর্বশেষ পর্বটি সাবস্ক্রিপশনের জন্য খুলে দেওয়া হয়েছে। ঋণপত্রের ইস্যু মূল্য প্রতি গ্রামে ৪,৬৬২ টাকা নির্ধারণ করা হয়েছে এবং ইস্যুটি আজই (৫ মার্চ) বন্ধ হওয়ার কথা।
আরও পড়তে পারেন: ১ এপ্রিল থেকে দাম বাড়ছে স্মার্ট টিভির! জানুন কতটা বাড়বে