২৪ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে আবারও বেড়েছে ভারতের বিদেশি মুদ্রাভাণ্ডার (foreign reserves)। ভারতীয় রিজার্ভ ব্য়াঙ্ক (RBI) জানিয়েছে, উল্লেখিত সপ্তাহে ভারতের বিদেশি মুদ্রাভাণ্ডারে যুক্ত হয়েছে ২৫৩.৮ কোটি মার্কিন ডলার।
আগের সপ্তাহে দেশের বিদেশি মুদ্রা ভাণ্ডার থিতু হয়েছিল ৫৯২৮৯.৯ কোটি ডলারে। তবে ২৪ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে বিদেশি মুদ্রাভাণ্ডার পৌঁছেছে ৫৯৫৩৯.৭ কোটি ডলারে।
বিদেশি মুদ্রাভাণ্ডারের অন্যতম একটি বিভাগ হল বৈদেশিক মুদ্রা সম্পদ (FCA)। যা বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য ভাবে। গত ২৪ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে যা ২১৪ কোটি ডলার বেড়ে হয়েছে ৫২৮৩১.১ কোটি ডলার। একই ভাবে সোনার মজুত ২৯.৬ কোটি ডলার বেড়ে হয়েছে ৪৬.৩৩৮ কোটি ডলার।
বলে রাখা ভালো, ডলারের নিরিখে প্রকাশ করা হলেও বৈদেশিক মুদ্রা সম্পদের মধ্যে ইউরো, পাউন্ড এবং ইয়েনের মতো অ-মার্কিন ইউনিটগুলির মূল্যায়ন বা অবমূল্যায়নের প্রভাবও রয়েছে এ দেশের বিদেশি মুদ্রাভাণ্ডারে।
গত সপ্তাহে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আমানত ১.৪ কোটি বেড়ে ৪৮৪.৮ কোটি ডলার হয়েছে। ২০২১ সালের অক্টোবরে, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বকালের সর্বোচ্চ ৬৪৫০০ কোটি পৌঁছেছিল। তবে এর পর রুপির পতন ঠেকাতে ডলার বিক্রি করতে হয়েছে আরবিআইকে। এর ফলে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে।
পরিসংখ্যান বলছে, গত বছরের শেষ কয়েক মাস ধরে ডলারের তুলনায় দুর্বল থেকে দুর্বলতর হয়েছে ভারতীয় টাকা। ভেঙেছে একের পর এক সর্বকালীন সর্বনিম্ন রেকর্ড। ডলার ক্রমশ শক্তিশালী হওয়ার কারণে তীব্র চাপের মধ্যে দিয়ে গিয়েছে অন্যান্য মুদ্রাগুলিও। আমদানিকারকদের কাছ থেকে ডলারের চাহিদা বৃদ্ধি পেয়েছিল। তবে এখন আবার পরিস্থিতির কিছুটা হলেও বদল দেখা যাচ্ছে।
আরও পড়ুন: ২ হাজার টাকার ৯৭.২৬ শতাংশ নোট ফিরে এসেছে রিজার্ভ ব্যাঙ্কে, এখনও জমা দেওয়ার সুযোগ