নভেম্বর মাসটি পেনশনভোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কাছ থেকে পেনশন প্রাপকদের অবশ্যই আজকের (৩০ নভেম্বর) মধ্যে জীবন শংসাপত্র বা লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। এই সময়সীমার মধ্যে কাজটি সম্পূর্ণ না করলে আগামী মাস থেকে পেনশন পেতে অসুবিধায় পড়বেন তাঁরা। লক্ষ্যণীয় বিষয় হল বছরে এক বার প্রত্যেক পেনশনভোগীকে নিজের অস্তিত্বের প্রমাণ হিসেবে এই লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়।
নিয়ম অনুসারে, সুপার সিনিয়র সিটিজেনরা অর্থাৎ ৮০ বছরের বেশি বয়সীরা ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে জীবন শংসাপত্র জমা দেওয়ার সুবিধা পাচ্ছেন। একই সময়ে, ৬০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকরা ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে এই কাজটি সম্পন্ন করতে পারেন।
জীবন শংসাপত্র জমা দেওয়ার কাজটি অনলাইন এবং অফলাইন উভয়ই করা যেতে পারে। এমন পরিস্থিতিতে, আপনি যদি এখনও লাইফ সার্টিফিকেট জমা না দিয়ে থাকেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব করুন।
কোথায় লাইফ সার্টিফিকেট জমা করা যায়?
১. ব্যাঙ্ক/পোস্ট অফিসে গিয়ে নিজের জীবন শংসাপত্র জমা দিতে পারেন।
২. উমঙ্গ মোবাইল অ্যাপের মাধ্যমে জীবন শংসাপত্র জমা দেওয়া যায়।
৩. ফেস অথেন্টিকেশন (মুখের প্রমাণীকরণ)-এর সাহায্যে জীবন শংসাপত্র জমা দিতে পারেন।
৪. জীবন প্রমাণ পোর্টালের মাধ্যমে আপনার জীবন শংসাপত্র জমা দিতে পারেন।
৫. ডোর স্টেপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জীবন শংসাপত্র জমা করা যায়।
৬. আধার ভিত্তিক ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেন।
৭. পোস্টম্যান পরিষেবার মাধ্যমে ডিজিটাল জীবন শংসাপত্র জমা দিতে পারেন।
ভিডিও কলে লাইফ সার্টিফিকেট
এ ছাড়াও কোনো পেনশন প্রাপক নিজের বাড়ি থেকে ভিডিও পাঠিয়ে জীবন শংসাপত্র জমা দিতে পারবেন। নতুন এই পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই নিজের জীবন শংসাপত্র জমা করা যাবে। তবে এই সুবিধা সেই সমস্ত পেনশনভোগীদের জন্য যাঁদের পেনশন প্রক্রিয়াকরণ করা হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র মাধ্যমে।
আরও পড়ুন: পেনশনারদের জীবন শংসাপত্র এ বার ভিডিও কলে, জানুন পদ্ধতি