এসআইপি শুরু করে ভালো রিটার্ন মিলছে না, জানুন ভুল কোথায়

sip

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সবচেয়ে সহজ এবং জনপ্রিয় মাধ্যম হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি (SIP)। এর মাধ্যমে, নিয়মিত সময় অন্তর কোনো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন পাওয়া যায়। তবে, সব এসআইপি বিনিয়োগকারী যে ভালো রিটার্ন পাচ্ছেন তেমনটাও নয়। অনেকের ক্ষেত্রেই দেখা যায়, প্রথম দুই-তিন বছর ধরে এসআইপি-তে বিনিয়োগ করেও রিটার্নের অংক ততটা ভালো নয়। কী কারণে?

ধৈর্য্য এবং দীর্ঘমেয়াদ

প্রায়শই দেখা যায় একাংশের বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে এসআইপি থেকে টাকা তুলে নিচ্ছেন। এর নেতিবাচক ফল তো ভুগতেই হবে ওই বিনিয়োগকারীকে। তবে কোনো বিনিয়োগকারী যদি এসআইপি-তে বিনিয়োগ করে সফল হতে চান তবে প্রথমেই বুঝতে হবে যে এসআইপি-র মূল চাবিকাঠি ধৈর্য এবং সুশৃঙ্খল বিনিয়োগ। আপনি যদি এসআইপি-র সবরকমের সম্ভাবনার সদ্ব্যবহার করতে চান, তা হলে আপনাকে নিয়মিত বিনিয়োগ করতে হবে। এবং সেটা হবে দীর্ঘমেয়াদে।

এই শুরু, এই বন্ধ

ইক্যুইটি বাজারের উত্থান-পতনের দিকে তাকিয়ে অনেক বিনিয়োগকারী কখনও থেমে যান, আবার কখনও কখনও এসআইপি শুরু করেন। আসলে বাজারের মতিগতি দেখে বিনিয়োগকারীরা সহজেই উত্তেজিত হয়ে পড়ে। যখন বাজার বুলিশ হয়, তখন অনেকে এসআইপি শুরু করেন, আর যখন মন্দা চক্র আসে, বেশিরভাগ বিনিয়োগকারীর হতাশা এবং ভয়ের কারণে এসআইপি বন্ধ করে দেন। কিন্তু এটাই বুঝতে হবে যে এসআইপি শুরু করা এবং বন্ধ করা কখনও কখনও খারাপ রিটার্ন দিতে পারে। এটি দীর্ঘমেয়াদে আপনার ক্ষতির কারণও হতে পারে।

টার্গেটের অভাব

সন্তানের শিক্ষা, বিবাহ, আপনার অবসর বা এই জাতীয় যে কোনও বিষয়ের মতো লক্ষ্য নিয়ে এসআইপি-তে বিনিয়োগ করুন। কারণ, পদ্ধতিগত বিনিয়োগ সবচেয়ে ভাল কাজ করে যখন কেউ নির্দিষ্ট লক্ষ্য নিয়ে বিনিয়োগ করেন। আপনি যদি একটি লক্ষ্য নিয়ে বিনিয়োগ না করেন তবে যে কোনো সময় টাকা তুলে নেওয়ার ভাবনা মাথায় আসতে পারে। এটা কিন্তু এসআইপি-তে বিনিয়োগের বড়ো একটা ভুল।

সময়ে শুরু করা

এসআইপি-র মাধ্যমে মিউচুয়াল ফান্ডে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে একটি বড়ো অংকের টাকা জমা করা যেতে পারে। এর কারণ এতে চক্রবৃদ্ধির সুবিধা রয়েছে। ফলে অল্প বয়স থেকেই বিনিয়োগ শুরু করলে মোটা অংকের অর্থ উপার্জন করা সম্ভব। মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে অল্প পরিমাণ বিনিয়োগ করে আপনি দীর্ঘমেয়াদে একটি বড়ো রিটার্নের আশা করতেই পারেন।

আরও পড়ুন: এসআইপি বিনিয়োগে কী ভাবে দ্রুত নিজের লক্ষ্যে পৌঁছাবেন? মাথায় রাখুন ৩টি বিষয়

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.