ছোট সংস্থা, স্টার্টআপ, সরকারি হ্যান্ডলুম, ১০০০-এর বেশি পণ্য নিয়ে উপস্থিত থাকবে অ্যামাজন প্রাইম ডে -তে

ওয়েবডেস্ক : ১০০টি ছোট এবং মাঝারি ব্যবসা ও স্টার্টআপ মিলিয়ে অ্যামাজন প্রাইম ডেতে প্রায় এক হাজারের মতো প্রোডাক্ট লঞ্চ করবে। এ বছরের প্রাইম ডে ৬ আগস্ট এবং ৭ আগস্ট।

সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রায় হাজারের কাছে স্থানীয় ব্যবসা এবার প্রাইমে ডেতে অংশ নেবেন। এবারে প্রাইম ডে ১৭টি বিভাগে কিছু অন্যাধরনের প্রোডাক্ট থাকছে বলে জানানো হয়েছে।

এই ১৭টি বিভাগের মধ্যে পড়ছে হেললথ এবং পার্সোনাল কেয়ার, বিউটি এবং গ্রুমিং, গ্রাসারি ও ঘরবাড়ি সংক্রান্ত জিনিসপত্র।

এছাড়া থাকছে মহিলা শিল্পোদ্যোগী এবং শিল্পীদের তৈরি নানা সামগ্রী। ‘কারিগর’ এবং ‘সহেলি’ হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্রের উপর বিশেষ ছাড়ও দিচ্ছে এই প্রাইম ডে তে।

‘কারিগর’ দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীদের বানানো ২৭০-এর বেশি প্রোডাক্ট তাদের স্টোরফ্রন্টে ডিসপ্লে করবে।

অ্যামাজন তার বিবৃতিতে জানিয়েছে, একাধিক সরকারি প্রতিষ্ঠানও উপস্থিত থাকবে তাদের সামগ্রী নিয়ে। এর মধ্যে রয়েছে, মধ্যপ্রদেশ সরকারের মৃগনয়নী এবং অন্ধ্রের APCO এম্পোরিয়াম।

আরও বিস্তারিত জানাতে এই লিঙ্কে ক্লিক করুন

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.