বাংলাBiz ডেস্ক : মাখন, চিজ, জ্যামের পাশাপাশি এবার ব্রেকফাস্টের টেবিলে পাউরুটি জুড়তে চায় মাদার ডেয়ারি। খুব শীঘ্রই তারা বাজারে পাউরুটি আনতে চলেছে।
সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সংগ্রাম চৌধুরী জানিয়েছেন, ‘‘আমরা সম্পূর্ণ ডেয়ারি কোম্পানি থেকে মাদার ডেয়ারিকে খাদ্য এবং পুষ্টি সংক্রান্ত দ্রব্য উৎপাদক কোম্পানিতে নিয়ে যেতে চাই।’’ সম্প্রতি একটি কন্ফারেন্স কলে তিনি এই কথা জানিয়েছেন।
ভারতে পাউরুরি বাজার ৫,৩০০ কোটির এবং এই বাজার ক্রমশ বাড়ছে। বাজারে ইতিমধ্যেই ব্রিটানিয়া, আমূল, মর্ডান, হার্ভেস্ট গোল্ড এবং বন আটার মতো সংস্থা। তা সত্ত্বেও বাজারে মাদার ডেয়ারি নিজের জায়গা করে নিতে পারবে বলে মনে করছেন তিনি।
তিতি আরও বলেন,‘‘ পাউরুটি আমাদের পোর্টফলিওর সঙ্গে মেলে। কারণ, আমরা ইতিমধ্যেই মাখন, চিজ, জ্যাম বিক্রি করছি।’’
কোন কোন ধরনের পাউরুটি আনবে ?
প্রাথমিক ভাবে তিন ধরনের পাউরুটি তারা বাজারে আনবে। স্যান্ডুইচ ব্রেড, ব্রাউন ব্রেড এবং মূলত শিশুদের কথা মাথায় রেখে মিল্ক এবং ফ্রুট বেড।
স্যান্ডুইচ ব্রেড পাওয়া যাবে দুটি প্যাকে। ৭০০ গ্রাম যার দাম হবে ৪০টাকা এবং ৫০০ গ্রাম যার দাম হবে ৩০টাকা।
ব্রাউন ব্রেড পাওয়া যাবে ৪০০গ্রামের প্যাকে, যার দাম হবে ৩০ টাকা। ফ্রুট ও মিল্ক ব্রেড ১৫০গ্রামের প্যাকেটে যার দাম ১৫টাকা।
প্রমথ দফায় সংস্থা ১,৮০০ এক্সক্লুসিভ আউটলেটে পাওয়া যাবে, দ্বিতীয় ধাপে ২৫,০০০ আউটলেটে মাদার ডেয়ারির পাউরুটি পাওয়া যাবে।
সূত্র : মানি কন্ট্রোল