বিবি ডেস্ক : রাজ্যের পাঁচ লক্ষের বেশি স্বনির্ভর গোষ্ঠীকে চলতি আর্থিক বছরে স্বল্প সুদে ঋণ দেবে রাজ্য সরকার। ১৪ হাজার কোটি টাকা ঋণ দেওয়া লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে বলে জানা গিয়েছে।
করোন দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেহাল অবস্থা অর্থনীতির। কেন্দ্র-রাজ্যে নানা উদ্যোগ নিয়ে অর্থনীতিকে চাঙ্গা করতে চাইছে। রাজ্যর অর্থনীতিতে স্বনির্ভর গোষ্ঠীগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই মহিলা নির্ভর এই স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ দিয়ে অর্থনীতিতে গতি আনতে চাইছে রাজ্য।
চলতি আর্থিক বছরের প্রথম দু’মাসে ৬০৭ কোটি টাকা ঋণ নিয়েছে এই গোষ্ঠীগুলি। বিভিন্ন হাতের কাজ, ঝুড়ি, পোশাক, খাদ্য বানিয়ে তারা বাজারে বিক্রি করে আষ করেন।
করোনা কালে মাস্ক বানিয়ে স্বনির্ভর গোষ্ঠীগুলি আয় করেছে। শুধু রাজ্যের বাজারে নয় সেই মাস্ক চলে গিয়েছে দেশের অন্যত্র।
ঠিক হয়েছে, দক্ষিণ ২৪ পরগনায় ৮৮২ কোটি, হুগলিতে ৬৬৩ কোটি, পূর্ব মেদিনীপুরে ১৩২৩ কোটি, বীরভূমে ১৩১৬ কোটি টাকার ঋণ দেওয়া হবে।
আনন্দধারার প্রকল্পের মাধ্যমে গোষ্ঠীগুলি ধাপে ধাপে ঋণ নিতে পারেন। তিন লক্ষ টাকা ঋণ নিলে একটি স্বনির্ভর গোষ্ঠীকে ৭ শতাংশ হারে সুদ দিতে হয়।
গোষ্ঠীগুলি যদি প্রতিমাসে ঠিক মতো ঋণের টাকা ফেরত দেয়, তবে বছরের শেষে পাঁচ শতাংশ সুদের হার মকুব করা হয়। তখন তাদের দুই শতাংশ হারে সুদ দিতে হবে।
রাজ্য ইতিমধ্যে ৬৫ হাজারেরও বেশি স্বনির্ভর গোষ্ঠী স্বল্প সুদে এই ঋণ নিয়েছেন।
ঋণ নেওয়ার নিরীখে এক নম্বরে রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দুই নম্বরে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা।
মহিলারা যাতে এই ঋণ নেওয়ার জন্য এগিয়ে আসেন সে জন্য ব্লকে শিবিরও করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন