মুম্বই : কোভিড ১৯ পরিস্থিতিতে ভেঙে পড়া অর্থনীতির পালে কি আবার হাওয়া লাগছে? সে রকমই কিছু আশার কথা শোনালো মরগান স্ট্যানলির গবেষণা। অক্টোবরে ভারতে শিল্প উৎপাদনের হার ২.৮ শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে সংস্থাটির গবেষণায় উঠে এসেছে।
উৎসবের মরশুম থাকার কারণে কোভিড পরিস্থিতেও এই বৃদ্ধি বলে মনে করেছে সংস্থাটি।
বিনোয়োগ, ব্যাঙ্কিং, ইকুয়িটি নিয়ে কাজ করার পাশাপাশি ভারতের আর্থিক গতি-প্রকৃতি নিয়েও গবেষণা করে থাকে মরগান স্ট্যানলি।
সংস্থাটি তার রিপোর্টে জানিয়েছে, ‘‘আমাদের আশা চলতি আর্থিক বছরে সেপ্টেম্বর থেকে অক্টোবরে অনেকটাই বাড়তে পারে শিল্প উৎপাদনের হার।’’
সেপ্টেম্বরে যেখানে শিল্প উৎপাদন ছিল ০.২ শতাংশ সেখানে অক্টোবরে বেড়ে হতে পারে ২.৮ শতাংশ।
এর কারণ হিসাবে মনে করা হচ্ছে উৎসবের ছুটি নভেম্বর মাসে চলে যাওয়ার কারণে অক্টোবর মাসে শিল্প উৎপাদনে বৃদ্ধি পেয়েছে।
শুধু শিল্প উৎপাদন নয়, পাশাপাশি বেড়েছে বিদ্যুতের চাহিদা, গাড়ি বিক্রি, ই-ওয়ে বিল এবং জিএসটি বাবদ আয়।
চলতি আর্থিক বছরের দুই ত্রৈমাসিকে ভারতের জিডিপি উল্লেখযোগ্য ভাবে পড়েছে। লকডাউন পরবর্তী অথর্নীতি আবার নানাভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এ সবই তার ইঙ্গিত বলে মনে করছেন অর্থিনীতি বিশেষজ্ঞরা।