রাজ্যে রয়েছে শিল্পের আদর্শ পরিবেশ, কতটা ওয়াকিবহাল বিদেশি সংস্থা?
বিবি ডেস্ক: এ রাজ্যে ধর্মঘটে শ্রম দিবস বন্ধ হয় না। রয়েছে আদর্শ পরিকাঠামো-সহ সরকারি নানা সাহায্য। কিন্তু এই বিষয়ে বিদেশি সংস্থাগুলি কতটা ওয়াকিবহাল?
এই ‘অজ্ঞতা’ থেকে মুক্তি দিতে এবং রাজ্যে বিনিয়োগ (Foreign Investment ) টানতে বিদেশে প্রচারের পক্ষে সওয়াল করলেন জাপানের কনসাল জেনারেল নাকাগাওয়া কোইচি (Nakagawa Koichi)। ভারত-জাপানের মধ্যে আর্থিক সম্পর্কের উন্নতি নিয়ে বৃহস্পতিবার মার্চেন্ট চেম্বারের সভায় দু’দেশের বাণিজ্যিক-সাংস্কৃতিক সম্পর্কের ব্যাখ্যা করেন তিনি।
লগ্নি টানতে কী পরামর্শ
পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে জাপানের বেসরকারি লগ্নির পাশাপাশি বিভিন্ন প্রকল্পে সরকারি আর্থিক সহায়তার উদাহরণ দেন নাকাগাওয়া (Nakagawa Koichi)। সেই প্রসঙ্গেই জানান, দেশে ১৪৩৯টি নথিভুক্ত জাপানি সংস্থা আছে। কিন্তু পশ্চিমবঙ্গে মাত্র ২৭টি। এ রাজ্যে তাদের অস্তিত্ব যে কম সে কথা মেনে নিয়ে তাঁর ইঙ্গ...