আশার আলো! স্বাধীনতা দিবসের ছুটিতে বেড়েছে হোটেল, বিমান বুকিং
বিবি ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা কমে যেতেই পর্যটকদের বেরিয়ে পড়া ইচ্ছাটা আবার বাড়তে শুরু করেছে। এবারে স্বাধীনতা দিবস রবিবার। তাই উইকএন্ডে অনেকেই বেরিয়ে পড়তে চাইছেন। ফলে গত দুসপ্তাহে হোটেল, ট্রেন এবং বিমান বুকিংও বেড়েছে উল্লেখযোগ্য হারে।
পরিস্থিতি কিছুটা আন্দাজ করেই বিমান সংস্থাগুলি উইকএন্ড ট্রাভেলের জন্য নানা স্কিম চালু করেছে। ভিস্তারা স্বাধীনতা দিবসের উইকএন্ডে পরিবার ও বন্ধুদের সঙ্গে ভ্রমণের জন্য ১০ শতাংশ ছাড় দিচ্ছে। গো ফাস্ট ও বিনামূল্যে গোয়ায় ছুটি কাটানোর জন্য লাকি ড্র চালু করেছে।
অনলাইন ট্রাভেল বুকিং সংস্থাগুলিও বেশ কিছু ছাড় দিচ্ছে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে EaseMyTrip সংস্থাটি ৪ থেকে ২২ আগস্টের মধ্যে হোটেল বুকিং-এর ক্ষেত্রে ছাড় দিচ্ছে।
সংস্থার সহ-প্রতিষ্ঠাতা রাইকান্ত পিট্টি জানিয়েছেন, ‘‘সব বুকিং-ই বাড়ছে। সামনে উইকএন্ড আছে বলে নয়, বিমান সংস্থা ছাড় দিচ্ছে বলে।’’ ৩০ শতাং...