আসছে ৫জি, বাতিস্তম্ভ, ট্র্যাফিক সিগনাল গোনার কাজ প্রায় শেষ ২টি বড়ো রাজ্যে
বিবি ডেস্ক: দেশ ক্রমশ এগিয়ে চলেছে ৫জি (5G) নেটওয়ার্কের দিকে। এই অগ্রগতি যত দ্রুত হচ্ছে, ততই দ্রুতগতিতে হচ্ছে আরও একটি কাজ— আর তা হল দেশের প্রতিটি বাতিস্তম্ভ, ট্র্যাফিক সিগনাল, বাস প্রতিক্ষালয় এবং বাস স্ট্যান্ড গণনার কাজ।
আসছে ৫জি, চলছে বিশেষ গণনার কাজ
এখনও পর্যন্ত এই গণনার কাজে সবচেয়ে এগিয়ে রয়েছে উত্তরপ্রদেশ এবং গুজরাত। এই দু’টি রাজ্য এই পর্বতপ্রমাণ কাজ প্রায় শেষ করে ফেলেছে বলে জানা গিয়েছে। কাজে গতি আনতে বাকি রাজ্যগুলির সঙ্গে কথা বলা শুরু করেছে কেন্দ্র।
ডিপার্টমেন্ট ফর প্রমোশন অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড (DPIIT)-এর অন্তর্গত টিম গতি শক্তির একটি বিশেষ শাখা দেশের প্রত্যেকটি রাজ্যকে সম্প্রতি একটি চিঠি দিয়ে দ্রুততার সঙ্গে চারটি জিনিসের সংখ্যা সম্বন্ধে বিশেষ তথ্য জানতে চেয়েছে। তারা জানতে চেয়েছে রাজ্যে মোট কতগুলি বাতিস্তম্ভ, ট্র্যাফিক সিগনাল, বাস প্রতিক্ষালয় ও বাস স্ট্যান্ড ...