সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমাল এসবিআই
বিবিডেস্ক: ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই) ১ নভেম্বর থেকে সেভিংস অ্যাকাউন্ট বা সঞ্চয়ী আমানতের উপর সুদের হার কমানোর সিদ্ধান্ত কার্যকর করল।
এক লক্ষ টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টগুলিতে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট (বিপিএস) বা .২৫ শতাংশ পয়েন্ট হ্রাস করেছে এসবিআই। সুতরাং, ব্যাঙ্কের সেভিং অ্যাকাউন্টধারীরা এ দিন থেকে আগের ৩.৫০ শতাংশের পরিবর্তে ৩.২৫ শতাংশ হারে সুদ পাবেন।
অন্য দিকে, ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতের সুদের হার .১০ শতাংশ কমানো হয়েছে। আরবিআই ২৫ বিপিএস কমিয়ে রেপো রেট কমিয়ে ৫.১৫ শতাংশ করার পরই এই সিদ্ধান্ত ঘোষণা করে এসবিআই। এখন থেকে ৬.৫ শতাংশের পরিবর্তে ৬.৪ শতাংশ হারে এসবিআইয়ের এফডিতে সুদ পাওয়া যায়।
তবে ২ কোটিরও বেশি আমানত থাকা গ্রাহকরা সুদ পাবেন ৬ শতাংশ হারে।
এর আগেই ‘এক বছর থেকে ২ বছরেরও কম’ মেয়াদে এসবিআই রিটার্ন টার্ম ডিপ...