Tag: State Bank Of India

বিজ্ঞান-প্রযুক্তি

ডেবিট কার্ড তুলে দিতে চলেছে এসবিআই, জেনে নিন এটিএম থেকে টাকা তোলার সহজ উপায়

বিবিডেস্ক: দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই গ্রাহকদের জন্য নিয়ে এসেছে কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলার বিশেষ পদ্ধতি। যেটির নাম 'ইয়োনো ক্যাশ'। এই অ্যাপের মাধ্যমে টাকা তোলা যাবে এটিএম কার্ড ছাড়াই। তবে মেনে চলতে হবে নির্দিষ্ট কয়েকটি ধাপ। বিষয়টা যখন টাকা-পয়সার তখন 'ইয়োনো ক্যাশ'-এর মাধ্যমে টাকা তুলতে নিতে হবে সতর্কতাও। জেনে নেওয়া যাক সেই ধাপগুলি- ১. অ্যান্ড্রয়েড অথবা আই ফোনে ডাইনলোড করতে হবে 'ইয়োনো ক্যাশ' অ্যাপ। কুইক লিঙ্ক থেকে ইয়োনো ক্যাশ অপশন বাছাই করলে অথবা ইয়োনো পে থেকেও এই অপশন বাছাই করলে ইয়োনো ক্যাশ লেন্ডিং পেজে পৌঁছে যাবেন। ২. কার্ড ছাড়া এটিএম থেকে টাকা তোলার সময় ওই অ্যাপে আবেদন করতে হবে। ‘নিয়ারেস্ট ক্যাশ পয়েন্ট’ অপশনটিতে ক্লিক করে সার্চ করলে চলে আসবে কাছাকাছি কোথায় ইয়োনো ক্যাশ পয়েন্ট রয়েছে। ‘রিকোয়েস্ট ইয়োনো ক্যাশ’ অপশনটি বাছাই করে আবেদনের পর ৬ সংখ্যার একটি...