Tag: Short term investment

করোনাকালে এই ৩টি জায়গায় বিনিয়োগ করুন, দু:সময়ে কাজে লাগবে
ফিনান্স

করোনাকালে এই ৩টি জায়গায় বিনিয়োগ করুন, দু:সময়ে কাজে লাগবে

সঠিক জায়গায় বিনিয়োগ করা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ কঠিন সময়ে এই সঞ্চয় কাজে লাগবে। বিবি ডেস্ক: দেশে ফের করোনা সংক্রমণ নিত্যনতুন রেকর্ড গড়ছে। পরিস্থিতি মোকাবিলায় দেশের বেশ কিছু জায়গায় নাইট কারফিউ জারি করা হয়েছে এবং অনেক জায়গায় আংশিক লকডাউনের মতো পরিস্থিতিও তৈরি হয়েছে। সব মিলিয়ে আবারও আশঙ্কার পরিবেশ তৈরি হয়েছে। এমন সময়ে আপনার সঞ্চয় সঠিক জায়গায় বিনিয়োগ করা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ কঠিন সময়ে এই সঞ্চয় কাজে লাগবে। চলুন জেনে নেওয়া যাক, এমন পরিস্থিতিতে নিজের সঞ্চয় কোথায় বিনিয়োগ করা যেতে পারে। ১. বিমায় বিনিয়োগ কে কখন দুর্ঘটনার শিকার হবে, তার কোনো নিশ্চয়তা নেই। দুনিয়া যত দ্রুত গতিতে এগোচ্ছে দুর্ঘটনার সম্ভাবনাও যেন ততই বেড়ে যাচ্ছে। যে কারণে পরিবারের নির্ভরশীল ব্যক্তির সুরক্ষা অবশ্যই প্রয়োজন। তাঁর উপর যেহেতু পরিবারের অন্যান্য সদস্যরা নির্ভরশীল, তাই তাঁর অবর্...
লাইফস্টাইল

শুনতেই লাখ টাকা আয়, সঞ্চয় কত?

প্রায় সব শহরের নিজস্ব একটা বৈশিষ্ট্য রয়েছে। যেমন জয়পুর পিঙ্ক সিটি, কলকাতা মিছিলনগরী, কেরল মশলাপাতি, তেমনই মুম্বই পার্ক সিটি। প্রত্যেক সেক্টরে একটা করে পার্ক গুঁজে দিয়েছে, ইয়ে মানে এটা প্রতিবেদকের চোখে বিশেষত্ব বলে মনে হয়েছে, হয়তো অন্য চোখে হেথা নয়, অন্য কোথা। টেরেসে দাঁড়ালে দেখি বাচ্চাদের হুটোপাটি, অফিস ফেরতা লেডিজ অ্যান্ড জেন্টলম্যানদের পাক মারা সঙ্গে বয়স্কদের পিএনপিসি! এখানে সন্ধ্যে হয় দেরিতে, তাই বেরিয়ে পড়া। অনেকেই হাঁটেন, তবে চোখে পড়ার মতো এক মহিলা আমাকে আকর্ষণ করেছেন। একদিনও তাঁকে কামাই করতে দেখিনি এবং আসা-যাওয়া একেবারে ইন-টাইম। ফুল স্পিডে পঞ্চাশবার পার্ক প্রদক্ষিণ করে স্কুটারে চেপে বাড়িমুখো। সাহসে ভর করে নিজের পরিচয় দিয়ে ওঁকে বলি, আপনার প্রতিটা মুভমেন্ট প্রমাণ দেয়, আপনি উচ্চ-মধ্যবিত্ত ফ্যামিলির একজন এবং যথেষ্ট ভালো পজিশনে দায়িত্ব নিয়ে কাজ করেন। ভদ্রমহিলা ...