কর্মীদের কোভিড টিকাকরণের খরচ দেবে রিলায়েন্স
কর্মী এবং তাঁর পরিবারের সদস্যদের বিনামূল্য করোনা টিকা দেবে রিলায়েন্স!
বিবি ডেস্ক: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জানিয়েছে কর্মীদের কোভিড টিকাকরণের খরচ বহন করবে সংস্থা।
সংস্থার সমস্ত কর্মীকেই ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়ে রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন এবং প্রতিষ্ঠাতা নীতা অম্বানি তাঁদের ইমেল করেছেন। বলেছেন, রিলায়েন্স কর্মচারী, তাঁদের স্ত্রী এবং বাবা-মা এবং যাঁরা এই ভ্যাকসিন গ্রহণের জন্য যোগ্য, তাঁদের জন্য খরচ বহন করবে সংস্থা।
ইমেল বার্তায় নীতা লিখেছেন, "রিলায়েন্স আপনার, আপনার স্ত্রী, আপনার বাবা-মা এবং ভ্যাকসিন নেওয়ার যোগ্য সন্তানদের জন্য টিকা দেওয়ার পুরো ব্যয় বহন করবে। আপনি এবং আপনার পরিবারের সুরক্ষা এবং মঙ্গল কামনা আমাদের দায়িত্ব। মুকেশ এবং আমি বিশ্বাস করি যে আমাদের সুস্বাস্থ্য একটি সুখী পরিবারের বিশেষ অংশ"।
সংবাদ সংস্থা এএনআই-এর একটি প্রতিবেদনে তাঁর মন্তব্য উদ্ধৃত করে ...