পাখির চোখ ভবিষ্যতের জ্বালানি, দু’বছর পর শুরু গাড়ি মেলা
পেট্রল পাম্প থেকে পাওয়ার প্লাগ— গাড়ির জ্বালানি নিয়ে তাঁর করা এই একট মন্তব্যের মধ্যে দিয়েই যেন বাঁধা হয়ে গেল গাড়ি মেলার মূল সুর। তিনি শাহরুখ খান (Shahrukh Khan)। দু’বছর পর শুরু হওয়া গাড়ি মেলার (অটো এক্সপো) (Auto Expo 2023) উদ্বোধনে এসে তিনি বললেন, ‘‘পেট্রল পাম্প থেকে পাওয়ার প্লাগে পৌঁছে গিয়েছি আমরা।’’
আরও পরিবেশবান্ধব গাড়ি
বুধবার থেকে গ্রেটার নয়ডায় শুরু হয়ে গেল অটো এক্সপো (Auto Expo 2023)। শাহরুখের বেঁধে দেওয়া সুরে সওয়ার হয়ে গাড়ি সংস্থাগুলির কর্তারা জানালেন, শুধু বৈদ্যুতিক নয়, অদূর ভবিষ্যতে আরও একগুচ্ছ পরিবেশবান্ধব জ্বালানি (Eco friendly car) নির্ভর প্রযুক্তির গাড়ি বাজারে আসতে চলেছে।
আমদানি খরচ ও দূষণ কমাতে বৈদ্যুতিক গাড়ির ব্যবহারেই জোর দিচ্ছে কেন্দ্র। যদিও তার সহায়ক পরিবেশ গড়ে তুলতে এখনও বহু পথ বাকি। দামও বিপুল। পাশাপ...