মাত্র ৭০০ টাকায় কেবল, ফোন এবং ইন্টারনেট পরিষেবা! জিও গিগা ফাইবারে রেজিস্ট্রারের সহজ উপায়
বিবিডেস্ক: আগামী ৫ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে জিও গিগা ফাইবার পরিষেবা। জিও-র দাবি, এই অভিনব প্রকল্পে মাত্র ৭০০ টাকার বিনিময়েই ঘরে ঘরে পৌঁছে যাবে কেবল, ফোন এবং ইন্টারনেট পরিষেবা। তবে ৭০০ টাকা থেকে শুরু হলেও সর্বোচ্চ ১০,০০০ টাকার মাসিক প্ল্যান রয়েছে। দেখে নেওয়া যাক এই পরিষেবা পাওয়া যাবে কী ভাবে-
প্রথম পদ্ধতি
১. প্রথমেই অ্যাপ স্টোর থেকে স্মার্টফোনে ডাউনলোড করে নিন MyJio অ্যাপ।
২. এ বার অ্যাপ খুলে গিগা ফাইবার অপশনে ক্লিক করুন।
৩. নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর অথবা জিও গিগা ফাইবার সার্ভিস আইডি টাইপ করে জেনারেট OTP অপশন বেছে নিন।
৪. আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে যে OTP নম্বরটি আসবে সেটি লিখে সাবমিট অপশন টাচ করুন।
৫. ব্যস, আপনার জিও অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে জিও ফাইবার।
দ্বিতীয় পদ্ধতি
১. আগে থেকেই আপনার মাই জিওতে রেজিস্টার করা থাকতে হবে অ্যাপ।
২. অ্যাপটি খুল...