টার্গেট চিন, ফের এক দফা আমদানি নিয়ন্ত্রণে উদ্যোগ কেন্দ্রের
বাংলাBiz ডেস্ক : রঙিন টিভি, গাড়ির টায়ারের পর এবার আসবাব, খেলনা, খেলাধূলার সরঞ্জাম আমদানিতেও রাশ টানতে চাইছে কেন্দ্র।
এই ধরনের সরঞ্জাম আমদানি করতে হলে এবার আমাদানিকারী সংস্থাকে লাইসেন্স করাতে হবে। খুব শীঘ্রই এই নয়া ব্যবস্থা চালু করতে চাইছে মোদী সরকার।
নয়া এই নীতির লক্ষ্য যে চিন, তা বুঝতে অসুবিধা নেই। কারণ এই সমস্ত সামগ্রীর বেশিরভাগই আসে চিন থেকে।
এর পাশাপাশি, বেশ কয়েকটি পণ্যের আমদানি শুল্কও বাড়ানোর পরিকল্পনা করছে কেন্দ্র। তবে এক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থার কিছু বিধি আছে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।
এক সরকারি আধিকারিকের মতে, ‘শুল্ক বাড়িয়ে আমদানি কমানো পরিকল্পনা বেশির ভাগে ক্ষেত্রে সফল হয় না। তাছাড়া, পণ্যের উপর যদি আমদানি শুল্ক কম হয় তবে সমস্যা থেকেই যায়।’
তিনি আরও বলেন, ‘ সেক্ষেত্রে শুল্ক নয় এমন কোনো ভাবে আমদানি নিয়ন্ত্রনের কথা ভাবতে হয়। তাই সরকার আবার লাইসেন্স প্রথা চালু করতে চ...