সরকারের নয়া ই-কমার্স বিধি ব্যবসায় আঘাত করবে, মত অ্যামাজন, টাটার
বিবি ডেস্ক : সরকারের নয়া ই-কমার্স বিধিতে ধাক্কা খাবে তাদের ‘বিজনেস মডেল’—সরকারি আধিকারিকদের এমনটাই জানিয়েছে অ্যামাজন এবং টাটা গ্রুপ। বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল চারটি সূত্র এই আলোচনার বিষয়টি সংবাদসংস্থা রয়র্টাসকে নিশ্চিত করেছে।
উপভোক্তা বিষয়ক মন্ত্রক এবং সরকারের বিনিয়োগ প্রমোশন শাখা, ইনভেস্ট ইন্ডিয়া আয়োজিত একটি বৈঠকে একাধিক আধিকারিক বিষয়টি উদ্বেগ প্রকাশ করেছেন। সূত্রে জানা গিয়েছে, সরকারের এই নয়া বিধি নিয়ে মতামত জানানোর জন্য ৬জুলাই পর্যন্ত সময়সীমা ঠিক করা হয়েছিল। সেই সময়সীমা বাড়ানো হবে বলে সূত্র জানিয়েছে।
গত ২১ দুন সরকার নয়া ই-কমার্স বিধির ঘোষণা করে। এই বিধির লক্ষ্য হল গ্রাহকের সুরক্ষাকে জোরদার করা। যা নিতে ইতিমধ্যেই প্রচুর অভিযোগ জমা হয়েছে মন্ত্রকের কাছে।
নয়া বিধি ফ্ল্যাশ সেলকে সীমাবদ্ধ করবে। বিভ্রান্তিকর বিজ্ঞাপণগুলি বাদ দেওয়া এবং অভিযোগের বাধ্যতামূলক ব্যবস্থা নেওয়া।
কিন্তু এই ...