স্টার্টআপ
ব্যবসা শুরু করলেই কলেজ পড়ুয়াদের মিলবে বাড়তি নম্বর,হাজিরায় ছাড়
আর্নিং হোয়াইল লার্নিং”। বহুল প্রচলিত এই বাক্যই এবার সত্যি হতে চলেছে এ রাজ্যের পড়ুয়াদের জন্য। রাজ্যের কলেজ পড়ুয়াদের জন্য সুখবর।

বিবি ডেস্ক :”আর্নিং হোয়াইল লার্নিং”। বহুল প্রচলিত এই বাক্যই এবার সত্যি হতে চলেছে এ রাজ্যের পড়ুয়াদের জন্য। রাজ্যের কলেজ পড়ুয়াদের জন্য সুখবর। এবার থেকে আর ক্লাস মিস করলেও কাটা যাবে না নম্বর। ক্লাসে হাজিরা নিয়ে কোনও কড়াকড়ি করবেনা কলেজ কর্তৃপক্ষ। কিন্তু তার জন্য পড়ুয়াদের হতে হবে ব্যবসাদার।
এবার থেকে স্নাতকস্তরের পড়ুয়ারা ব্যবসা শুরু করলেই বাড়তি নম্বর দেবে কলেজ। এমনই অভিনব উদ্যোগ নিয়ে হাজির রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর।
বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর সূত্রে খবর, কলেজগুলোকে নির্দেশ দেওয়া হবে যে, স্নাতকস্তরের পড়ুয়ারা যদি স্টার্ট আপে আগ্রহী হয় তবে তাঁদের মার্কশিটে যোগ হবে বাড়তি ৫% নম্বর।
পাশাপাশি, এই ব্যবসাদার পড়ুয়াদের ক্লাসে হাজিরার ক্ষেত্রে ২০% ছাড় দেওয়া হবে। এবং স্টার্টআপে সম্পূর্ণ মনোনিবেশ করা ছাত্র-ছাত্রীদের স্নাতকস্তরে বাড়তি একবছর সময়ও করে দেওয়া হবে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরের তরফে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস পলিসি অনুযায়ী একটি খসড়া তৈরি করা হয়েছে। এই খসড়া খুব তাড়াতাড়ি পাঠানো হবে রাজ্যের কলেজগুলোতে।
দফতর সূত্রে জানা গিয়েছে, মূলত দেশজুড়ে চাকরির বাজার সংকুচিত হয়ে যাওয়া এবং আর্থিক মন্দার কারণে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য ছোট এবং ক্ষুদ্র ব্যবসায় তাঁদেরকে উৎসাহ দিতে চাইছে রাজ্য। তরুণ সম্প্রদায় স্টার্ট আপে আগ্রহী হলে তাঁদেরকে ঋণ দিয়েও সহায়তা করবে সরকার।
সম্প্রতি সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে কেন্দ্রীয় সরকারের তরফে আয়োজিত বিজ্ঞান মেলায় পড়ুয়াদের তৈরি করা একাধিক অভিনব আবিষ্কার দেখে মুগ্ধ রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর। তাই এই সমস্ত আবিষ্কার নিয়ে স্টার্টআপে পড়ুয়াদের উৎসাহ বাড়াতে সবরকমের সহায়তা করার পরিকল্পনা নিয়েছে এই দফতর।
আরও পড়ুন
স্টার্টআপ
স্টার্ট আপ ব্যবসায়ে দেশের সেরা ১০ রাজ্যের অন্যতম বাংলা, দাবি চন্দ্রশেখরের
রাজারহাটে বেঙ্গল ন্যাশনাল চেম্বার আয়োজিত শিল্প মেলায় এমনই দাবি করলেন বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা এবং কর্ণধার চন্দ্রশেখর ঘোষ।

বাজারে এ রাজ্যের স্টার্ট আপগুলির (Startup) উপস্থিতি হয়তো ততটা নজরে পড়ে না, কিন্তু স্টার্ট আপ (Startup) ব্যবসার ক্ষেত্রে দেশের প্রথম ১০ রাজ্যের মধ্যে অন্যতম বাংলা। এমনই দাবি করলেন বন্ধন ব্যাঙ্কের (Bandhan Bank) প্রতিষ্ঠাতা এবং কর্ণধার চন্দ্রশেখর ঘোষ (Chandra Shekhar Ghosh)। রাজারহাটে বেঙ্গল ন্যাশনাল চেম্বার (Bengal National Chamber) আয়োজিত শিল্প মেলায় এমনই দাবি করলেন তিনি।
রাজ্যের আশ্বাস
এ দিন মেলায় আলোচনার বিষয় ছিল দক্ষতা বৃদ্ধি, স্টার্ট আপ ইত্যাদি। রাজ্যের কারিগরী শিক্ষামন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) শিল্পমহলকে রাজ্যের তরফে সব রকম সহায়তার আশ্বাস দেন। স্টার্ট আপ সংস্থাগুলিকে বেড়ে ওঠার পথে সাহায্য করতে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ম্যাকাউট) সঙ্গে মউ সই করে বণিকসভাটি। ভারতের কয়েকটি রাজ্য স্টার্ট-আপ সংস্থার দৌড়ে পশ্চিমবঙ্গের চেয়ে বহু যোজন এগিয়ে, এমন দাবি অহরহ ওঠে। সে কথা মানতে নারাজ এক সময়ে এ ভাবেই ব্যবসার জগতে পা রাখা চন্দ্রশেখর (Chandra Shekhar Ghosh)।
কী বলছেন চন্দ্রশেখর
তার আগে স্টার্ট আপ (Startup) নিয়ে এক আলোচনায় উপস্থিত ছিলেন বন্ধন ব্যাঙ্কের (Bandhan Bank) কর্ণধার। তাঁর দাবি, রাজ্যে নতুন উদ্যোগের সংখ্যা কম নয়। কিন্তু তারা ততটা নজর কাড়তে পারছে না। সাধারণত এই সব সংস্থা কিছুটা বেড়ে না উঠলে সে ভাবে চোখে পড়ে না। স্টার্ট আপগুলি এই ‘দুর্বলতা’ কাটাতে পারলে রাজ্য এ ক্ষেত্রে পিছিয়ে, এমন চর্চার অবকাশ থাকবে না।
পাশাপাশি নতুন উদ্যোগপতিদের জন্য তাঁর পরামর্শ, ব্যবসার মডেল ঠিক ভাবে তৈরি করতে হবে। বাজারে নিজেদের আস্থা মজবুত করতে হবে। তা না-হলে ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান সেই প্রকল্পে পুঁজি জোগাতে ভরসা পাবে না। ব্যাঙ্ক থেকে ঋণ বা পুঁজি জোগাড় করা নিয়ে স্টার্ট-আপ সংস্থা ভোগান্তির শিকার হয় বলে অভিযোগ উঠলেও চন্দ্রশেখরের বক্তব্য, হিসাবের খাতা ভাল ভাবে তৈরি থাকুক। হাল না ছেড়ে আর্থিক ক্ষেত্রের ভরসা কুড়োতে হবে। তাঁর দাবি, ভরসাযোগ্য প্রকল্প হলে ব্যাঙ্ক ঋণ দিতে প্রস্তুত। কারণ সেটাই তাদের ব্যবসা।
আরও পড়ুন: বছরের শেষ কেনাবেচার দিনে অস্থিরতা অব্য়াহত শেয়ার বাজারে
খবর
ভারতে মহিলা পরিচালিত স্টার্টআপের জন্য সাড়ে ৭ কোটি ডলারের তহবিল গুগলের
মহিলা পরিচালিত স্টার্টআপকে আর্থিক সহযোগিতা। সাড়ে ৭ কোটি মার্কিন ডলারের তহবিল গুগলের।

দেশে মহিলা পরিচালিত স্টার্টআপের প্রচারের জন্য সাড়ে ৭ কোটি ডলার খরচ করবে গুগল (Google)। এই ঘোষণা করে গুগলের সিইও সুন্দর পিচাই (Sundar Pichai) জানিয়েছেন, শীঘ্রই একটি প্রধান রফতানি অর্থনীতি হিসাবে আবির্ভূত হবে ভারত।
পিচাইয়ের প্রত্যাশা, ভারত একটি বড় রপতানি অর্থনীতিতে পরিণত হবে। এর জন্য নাগরিকদের নিরাপত্তা এবং সংস্থাগুলির উদ্ভাবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।
ছোট ব্যবসা এবং স্টার্ট আপগুলিকে সহযোগিতা
গুগল ফর ইন্ডিয়া ২০২২ (Google for India 2022)-এর একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পিচাই। ওই ইভেন্টে যোগ দিয়ে কেন্দ্রীয় টেলিকম ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন তিনি। তবে তাঁদের ওই বৈঠকে কী আলোচনা হয়েছে, তা প্রকাশ্যে আসেনি।
নিজের ভারত সফর শুরু করার আগে পিচাই ব্লগে লেখেন, কীভাবে গুগল ছোট ব্যবসা এবং স্টার্ট আপগুলিকে সহযোগিতা করছে, সে ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলোচনা করবেন। সাইবার নিরাপত্তায় বিনিয়োগ করা হচ্ছে। শিক্ষা প্রদান করছে এবং দক্ষতা প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা-সহ কৃষির মতো ক্ষেত্রেও এআই (AI) প্রয়োগ করা হচ্ছে।
মহিলা পরিচালিত স্টার্টআপকে আর্থিক সহযোগিতা
গুগলের ইভেন্টে যোগ দিয়ে তিনি বলেন, ইন্ডিয়া ডিজিটাইজেশন ফান্ড (IDF)-এর একটি অংশ স্টার্টআপগুলিতে ব্যয় করা হচ্ছে। এই তহবিল থেকে এক-চতুর্থাংশ অর্থ মহিলা পরিচালিত সংস্থাগুলিতে বিনিয়োগ করা হবে।
বলে রাখা ভাল, ২০২০ সালের জুলাই মাসে পরবর্তী পাঁচ থেকে সাত বছরে ভারতে ১ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা ঘোষণা করেছিল গুগল। ডিজিটাল পরিষেবা গ্রহণ ত্বরান্বিত করতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট।
প্রায় সাড়ে তিন বছর পর ভারত সফরে এলেন পিচাই। ভারতে জন্মেছেন পিচাই। তাঁর কথায়, “প্রযুক্তি ব্যাপকভাবে কাজ করছে এবং সারা বিশ্বের মানুষের জীবনে পরিবর্তন আনছে। আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ সময়। ভারত শীঘ্রই একটি বড় রফতানি অর্থনীতিতে পরিণত হবে। যা উন্মুক্ত এবং সংযুক্ত ইন্টারনেটের সঙ্গে সজ্জিত হবে। তবে এটাও ঠিক ভারসাম্য বজায় রাখতে হবে”।
আরও পড়ুন: পেনশনভোগীদের পরিষেবা দিতে প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে মউ স্বাক্ষর বন্ধন ব্যাঙ্কের
স্টার্টআপ
স্টার্টআপের জন্য বড়ো সুযোগ! এখন ১০ কোটি টাকা পর্যন্ত ঋণ মিলবে এই সরকারি স্কিমে
স্টার্টআপের জন্য বড়ো সুযোগ, এখন ১০ কোটি টাকা পর্যন্ত ঋণ মিলবে এই সরকারি স্কিমে। জানুন বিস্তারিত…

বিবি ডেস্ক: স্টার্টআপের জন্য বড়ো সুযোগ। সেগুলিকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত জামানত-মুক্ত ঋণ (collateral-free loan) প্রদানের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিমের (credit guarantee scheme) বিজ্ঞপ্তি দিয়েছে কেন্দ্রীয় সরকার।
ক্রেডিট গ্যারান্টি স্কিম ফর স্টার্টআপস
ডিপার্টমেন্ট ফর প্রমোশন অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড (DPIIT) একটি বিজ্ঞপ্তিতে বলেছে, ৬ অক্টোবর বা তার পরে একজন যোগ্য ঋণগ্রহীতার জন্য অনুমোদিত ঋণ সংক্রান্ত সুবিধাগুলি এই স্কিমের আওতাধীন হিসেবে বিবেচিত হবে। বলা হয়েছে, “ক্রেডিট গ্যারান্টি স্কিম ফর স্টার্টআপস (CGSS) অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার। যাতে স্টার্টআপ হওয়ার জন্য যোগ্য ঋণগ্রহীতাদের পুঁজি জোগানোর জন্য সদস্য প্রতিষ্ঠানের (MI) মাধ্যমে ক্রেডিট গ্যারান্টি দেওয়া যায়।”
আশা করা হচ্ছে, এই স্কিমটি স্টার্টআপগুলির জন্য প্রয়োজনীয় জামানত-মুক্ত ঋণ তহবিল সরবরাহ করতে সহায়তা করবে। এমআই-এর মধ্যে আর্থিক মধ্যস্থতাকারী (ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান, এনবিএফসি, এআইএফ) অন্তর্ভুক্ত রয়েছে। যারা ঋণ প্রদান/বিনিয়োগে নিয়োজিত এবং স্কিমের অধীনে অনুমোদিত যোগ্যতার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
কারা এই সুবিধা পাওয়ার যোগ্য
যে সব স্বীকৃত স্টার্টআপ স্থিতিশীল রাজস্ব প্রবাহের পর্যায়ে পৌঁছেছে, যেমন ১২ মাসের মেয়াদে নিরীক্ষিত মাসিক বিবৃতি থেকে মূল্যায়ন করা হয়েছে, তারা এই সুবিধা পাওয়ার জন্য উপযুক্ত। যেগুলি কোনও ঋণ/বিনিয়োগকারী সংস্থার কাছে ঋণ খেলাপি নয় এবং রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে নন-পারফর্মিং অ্যাসেট হিসাবে শ্রেণিবদ্ধ নয়, তারা এই স্কিমের সুবিধা পাওয়ার যোগ্য।
কভারেজের সীমা
বিভাগীয় বিবৃতিতে বলা হয়েছে, “প্রতি ঋণগ্রহীতার সর্বোচ্চ গ্যারান্টি কভার ১০ কোটি টাকার বেশি হবে না। এখানে যে ক্রেডিট সুবিধাটি কভার করা হচ্ছে, তা অন্য কোনও গ্যারান্টি স্কিমের আওতায় আনা উচিত নয়।”
পরিচালন পদ্ধতি
এই স্কিমের উদ্দেশে যোগ্য ঋণগ্রহীতাদের দেওয়া ঋণ বা ঋণ খেলাপির বিরুদ্ধে অর্থপ্রদানের গ্যারান্টি দেওয়ার উদ্দেশ্যে ভারত সরকার একটি ট্রাস্ট বা তহবিল গঠন করবে। ওই বোর্ডের ট্রাস্টি হিসেবে থাকবে বোর্ড অব ন্যাশনাল ক্রেডিট গ্যারান্টি ট্রাস্টি কোম্পানি লিমিটেড। এছাড়াও ট্রাস্টের বিষয়গুলো তদারকি করার জন্য ডিপিআইআইটি-র গঠিত একটি ব্যবস্থাপনা কমিটি থাকবে। ট্রাস্টের কার্যকারিতা পর্যালোচনা, তত্ত্বাবধান ও পর্যবেক্ষণের জন্য দায়ী থাকবে ওই কমিটি। স্কিম সম্পর্কিত বিস্তৃত নীতি সংক্রান্ত বিষয়ে ট্রাস্টকে প্রয়োজনীয় নির্দেশ দেবে তারাই।
আরও পড়ুন: ডলারের তুলনায় রুপির দরপতন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে আরবিআই!
-
খবর3 months ago
আশঙ্কা বাড়িয়ে আইএমএফ, বিশ্ব ব্যাঙ্কের পর ভারতের আর্থিক বৃদ্ধি কমাল মুডিজও
-
ফিনান্স3 months ago
বিনিয়োগের তালিকায় কেন রাখতেই হবে আপৎকালীন তহবিল
-
বিমা4 months ago
মানসিক সমস্যায় কি স্বাস্থ্য বিমার সুবিধা পাওয়া যায়?
-
বিমা4 months ago
স্বাস্থ্য বিমা করাবেন? এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন
-
ফিনান্স2 months ago
বাড়িতে বসে কী ভাবে ইপিএফ ক্লেম স্ট্যাটাস জানবেন, রইল সহজ পদ্ধতি
-
ফিনান্স5 months ago
বিকল্প আয়ের পথ খুঁজছেন? তা হলে এই ৫টি টিপসে চোখ বুলিয়ে নিন
-
খবর5 months ago
মুনলাইটিং কী? এই পদ্ধতি নিয়ে কেন কর্মীদের সতর্ক করল ইনফোসিস
-
খবর5 months ago
SIP: সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে এসআইপি