আপনি কি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন? তা হলে নমিনি নিয়ে আপনার জন্য একটি খুবই দরকারি খবর রয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আপনাকে নমিনি মনোনয়ন করতে হবে। নইলে আপনার মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে।
গত ২৮ মার্চ একটি সার্কুলার জারি করেছিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)। যেখানে বলা হয়েছিল, কোনো বিনিয়োগকারী ৩০ সেপ্টেম্বরের মধ্যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীরা নমিনি মনোনীত না করলে তাঁর ফোলিও ফ্রিজ হয়ে যাবে। এর আগে এই কাজটির জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ১৫ জুন, ২০২৩।
তবে যাঁরা নমিনি করতে চান না, তাঁদের জন্য একটি বিকল্প ব্যবস্থাও রয়েছে। সে ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের ইউনিটগুলিকে ফ্রিজ হওয়ার হাত থেকে রক্ষা করতে একটি আবেদনপত্র জমা দিতে হবে। যাঁরা নমিনি করতে চান কিন্তু এখনও নিজের তথ্য জমা দেননি তাঁরা স্টক ব্রোকার বা ডিপোজিটরি পার্টিসিপেন্টদের ট্রেডিং প্ল্যাটফর্মে গিয়ে এই পরিষেবার সুবিধা নিতে পারেন।
এ ছাড়াও যৌথ অ্যাকাউন্ট হোল্ডারদের জন্যও নমিনি বাধ্যতামূলক। সেক্ষেত্রে তাঁদের একত্রিত ভাবে নমিনি করতে হবে। যাঁদের যৌথ অ্যাকাউন্টের উভয় হোল্ডারের মৃত্যু পর মনোনীত ব্যাক্তি তাঁদের মিউচুয়াল ফান্ডগুলির অধিকার দাবি করতে পারে।
বলে রাখা ভালো, ডিম্যাট অ্যাকাউন্টে নমিনি মনোনয়নের সময়সীমা বাড়িয়েছে সেবি। তবে ৩০ সেপ্টেম্বরের আগে এটি সম্পন্ন করতে হবে। এই সময়ের মধ্যে কাজটি না করা হলে আপনি নিজের ডিম্যাট অ্যাকাউন্ট থেকে ট্রেডিং সংক্রান্ত কাজ করতে পারবেন না এবং লেনদেনও ব্লক হয়ে যেতে পারে।
আরও পড়ুন: ‘আপনার অ্যাকাউন্ট ক্রেডিট করা হয়েছে…’, প্রতারণার নতুন ছকে পা দিলেই বিপদ
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.