গুয়াহাটিতে উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম কারেন্সি চেস্ট খুলল বন্ধন ব্যাঙ্ক

বিবি ডেস্ক: গুয়াহাটিতে কারেন্সি চেস্ট খুলল বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank)। যা এখনও পর্যন্ত উত্তর-পূর্ব অঞ্চলের বৃহত্তম কারেন্সি চেস্টে।

এটি বন্ধন ব্যাঙ্কের দ্বিতীয় কারেন্সি চেস্ট। যেখান থেকে শহরের শাখা এবং এটিএমগুলির জন্য নগদের জোগান দিতে ব্যাঙ্ককে সাহায্য করবে।

এই কারেন্সি চেস্ট নগদ টাকা (কারেন্সি নোট) সরবরাহের পাশাপাশি উত্তর পূর্বের সামগ্রিক আর্থিক বাস্তুতন্ত্রকে সাহায্য করবে।

গুয়াহাটি কারেন্সি চেস্টের উদ্বোধনে উপস্থিত ছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর জোস জে কাট্টুর, আরবিআই-এর উত্তর-পূর্ব রাজ্যগুলির রিজিওনাল ডিরেক্টর (গুয়াহাটি) সঞ্জীব সিংহ; এবং বন্ধন ব্যাঙ্কের এমডি এবং সিইও চন্দ্রশেখর ঘোষ-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অসমে, বন্ধন ব্যাঙ্কের বর্তমানে প্রায় ২৬ লক্ষ গ্রাহক রয়েছে। ৪৭২টিরও বেশি ব্যাঙ্কিং আউটলেটের একটি বিশাল নেটওয়ার্কের মাধ্যমে, বন্ধন ব্যাঙ্ক অসমের জনগণের ব্যাঙ্কিং সংক্রান্ত চাহিদাগুলি পূরণ করে।

উন্নয়নের অঙ্গীকার

ব্যাঙ্ক চলতি আর্থিক বছরে ভারত জুড়ে ৫৫০টিরও বেশি নতুন শাখা খুলবে, যার মধ্যে ২০টি খোলা হবে অসমে। বন্ধন ব্যাঙ্কের এমডি এবং সিইও, চন্দ্র শেখর ঘোষ এই অনুষ্ঠানে বলেন, “অনেক বছর ধরে অসম বন্ধন ব্যাঙ্কের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। আমরা এ রাজ্যে ২৬ লক্ষেরও বেশি গ্রাহকের আস্থা ও ভালবাসা পেয়েছি। অসম এবং উত্তর পূর্বের বাকি অংশে আমাদের উল্লেখযোগ্য বণ্টন গুয়াহাটিকে আমাদের কারেন্সি চেস্টের জন্য একটি গুরুত্বপূর্ণ অবস্থানে পরিণত করেছে। এই কারেন্সি চেস্ট খোলা অসম এবং ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির উন্নয়নে আমাদের অঙ্গীকারের একটি প্রমাণ।”

আরও পড়ুন: বাড়তি সুদের আশায় ঋণপত্র কিনছেন? কুপন এবং ইল্ডের ফারাক জানেন তো?

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.