১১ মাসে দাম বেড়েছে ২২ শতাংশ! গমে দামের ছ্যাঁকা কমাতে পদক্ষেপ কেন্দ্রের
ডিসেম্বরের গোড়ায় দেশে খুচরো বাজারে গমের দাম (Wheat Price) পৌঁছেছে কেজি প্রতি ২৮ টাকায়। আটার কেজি হয়েছে ৩৫ টাকা। যা তিন মাস আগের তুলনায় ৫ থেকে ৭ টাকা বেশি। গত জানুয়ারিতে গমের পাইকারি দর ছিল কুইন্টাল পিছু ২২২৮ টাকা। নভেম্বরে ওঠে ২৭২১ টাকায়। যার অর্থ, ১১ মাসে দাম বেড়েছে প্রায় ৫০০ টাকা। মূল্যবৃদ্ধির হার প্রায় ২২ শতাংশ।
কী ব্যবস্থা নিচ্ছে সরকার
এই অবস্থায় দেশ জুড়ে গম এবং আটার বাড়তে থাকা দাম চিন্তায় ফেলেছে মোদী সরকারকে। এতটাই যে, তাতে লাগাম পরাতে নতুন বছরে সরকারি গুদাম থেকে খোলা বাজারে সস্তায় গম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বা আগামী সপ্তাহেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে সরকারি সূত্রের খবর।
কেন্দ্রের চিন্তার কারণ, সরকারি সূত্রের খবর, দামে লাগাম পরাতেই জানুয়ারি থেকে খোলা বাজারে গম ছাড়তে শুরু করবে খাদ্য নিগম। মার্চের মধ্যে...