মেলেনি নতুন বরাত, পড়ে আছে ২০০০ কোটির পণ্য, ধাক্কা খেল চামড়ার পণ্য রফতানি
বিবি ডেস্ক: আমেরিকা ও ইউরোপ ভারতীয় চর্মশিল্পের (Tannery Industry) অন্যতম প্রধান দুই রফতানি বাজার। শিল্প সূত্রের খবর, বিভিন্ন ধরনের চামড়ার ব্যাগ, ওয়ালেট, জুতো, শিল্পে ব্যবহৃত গ্লাভস বিক্রি হয় সেখানে। সিএলই-র (CLE) পূর্বাঞ্চলের চেয়ারম্যান রমেশ জুনেজা জানান, গত বছর পুজোর মরসুম থেকে এপ্রিল-মে পর্যন্ত ভাল বরাত আসছিল। এপ্রিল-মে মাসেরগুলি সরবরাহের কাজ চলেছে প্রায় অগস্ট পর্যন্ত। কিন্তু তার পর নতুন বরাত মেলেনি। আগের বরাতের যে সব পণ্য জাহাজপথে পাঠানোর কথা ছিল, অগস্টের পরে ক্রেতারা সেগুলি নিতে চাইছেন না। বরং সময়সীমা ফেব্রুয়ারিতে পিছোতে বলছেন। সিএলই-র হিসাবে, পূর্বাঞ্চল থেকে বছরে ৭০০০ কোটি টাকার চামড়ার পণ্য রফতানি হয়। এর মধ্যে অন্তত ২০০০ কোটি টাকার পণ্য পড়ে রয়েছে।
কোথায় সমস্যা
অতিমারির (Pandemic) ধাক্কা কাটিয়ে আর পাঁচটা ব্যবসার মতোই ঘুরে দাঁড়াচ্ছিল দেশের চর্মশিল্প ...