এ বার ওয়াল্ট ডিজনি, এক লপ্তে ৭ হাজার কর্মী ছাঁটাই
কর্মী ছাঁটাইয়ের ধারা অব্যাহত নতুন বছরেও। একে একে বড়ো অংশের কর্মী ছাঁটাইয়ের পথ ধরছে আন্তর্জাতিক সংস্থাগুলি। এ বার সেই তালিকায় নতুন সংযোজন ওয়াল্ট ডিজনি (Walt Disney)। জানা গিয়েছে, এক লপ্তে প্রায় ৭ হাজার কর্মীকে ছাঁটাই করেছে এই মিডিয়া সংস্থা।
সম্প্রতি পুনর্বহাল হওয়া সিইও বব ইগারের (Bob Iger) অধীনে একটি ব্যাপক পুনর্গঠন ঘোষণা করেছে ওয়াল্ট ডিজনি। যেখানে সাড়ে ৫ বিলিয়ন ডলার (বা ৪৫ হাজার কোটি টাকা) খরচ কমাতে এবং স্ট্রিমিং ব্যবসাকে লাভজনক করার প্রচেষ্টার অংশ হিসাবে এই বিপুল সংখ্যক কর্মীকে বরখাস্ত করার সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সংস্থার বিশ্বব্য়াপী মোট কর্মী সংখ্যা থেকে প্রায় ৩.৬ শতাংশ কর্মী হ্রাস পাবে। জানা গিয়েছে, খরচ কমানো এবং ক্রিয়েটিভ এগ্জিকিউটিভদের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার পরিকল্পনার আওতায় সংস্থা তিনটি বিভাগে পুনর্গঠন করবে। একটি বিনোদন ইউনিট যাতে অন্তর্ভুক্...