মানব উন্নয়ন সূচকে এক ধাপ নামল ভারত, কী এমন কারণ
বিবি ডেস্ক: রাষ্ট্রসঙ্ঘের মানব উন্নয়ন সূচকে ২০১৯ সালের থেকে আরও এক ধাপ নেমে গেল ভারত। ১৯১টি দেশের মধ্যে এ বার ভারতের স্থান ১৩২তম। সূচকে ভারতের প্রাপ্ত মান (HDI value) ০.৬৩৩। ২০২০ সালে এই মান ছিল ০.৬৪৫।
বৃহস্পতিবার ইউনাইডেট নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (UNDP)-এর রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে। এই তালিকার শীর্ষস্থানে রয়েছে সুইজারল্যান্ড, এরপর নরওয়ে ও আইসল্যান্ড।
কী এই মানব উন্নয়ন সূচক
কোনো দেশের মানুষের স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনধারণের মানের দিকে নজর রেখেই এই তালিকা তৈরি করা হয়। চলতি বছরে প্রকাশিত তালিকায় প্রথম স্থানে রয়েছে সুইৎজারল্যান্ড। তার রয়েছে যথাক্রমে নরওয়ে ও আইসল্যান্ডের মতো দেশগুলি।ভারতের আগে ১২৯তম স্থানে রয়েছে বাংলাদেশ। ১২৭ তম স্থানে ভুটান, ১৪৩তম স্থানে নেপাল, ১৪৯ তম স্থানে মায়ানমার, চিন ৭৯তম স্থান এবং শ্রীলঙ্কা ৭৩তম স্থানে রয়েছে।
কী কারণে ভারতের অবনমন
তালিকায় ভা...