দুর্ঘটনায় পড়লে উবের সওয়ারিরা কী ভাবে বিমার টাকা দাবি করবেন
বিবি ডেস্ক : যাত্রী নিরাপত্তায় বিশেষ নজর দিয়ে ক্যাব সাওয়ারিদের বিমার আওতায় আনছে উবের। ভারতী অ্যাকসা এবং টাটা এএইজির সঙ্গে যৌথভাবে এবার যাত্রীদের বিমামূল্যে বিমা পরিষেবা দেওয়ার পরিকল্পনা নিয়েছে উবের।
এর ফলে যাত্রাপথে কোনও দুর্ঘটনা ঘটলে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা বিমার সুবিধা পাবেন উবেরের যাত্রীরা। বুধবার থেকেই এই বিশেষ পরিষেবাটি চালু করেছে জনপ্রিয় এই অ্যাপ ক্যাব সংস্থাটি। শুধুমাত্র উবের ট্যাক্সিই নয় উবের বাইকেও এই পরিষেবা পাবেন যাত্রীরা।
পথে কোনওরকম দুর্ঘটনায় যাত্রী আহত হলে বিমা বাবদ ৫০ হাজার টাকা পাবেন যাত্রীরা। আহত যাত্রীকে হাসপাতালে ভর্তি হতে হলে পাবেন ২ লক্ষ টাকা। পাশাপাশি, দুর্ঘটনায় অঙ্গহানি অথবা মৃত্যু হলে যাত্রীর পরিবার পাবে বিমার সর্বোচ্চ ৫ লক্ষ টাকা।
কী ভাবে দাবি করবেন বিমার অর্থ
অ্যাপের ‘পাস্ট ট্রিপ’ সেকশনে যেতে হবে এবং সংশ্লিষ্ট রাইডটি নিয়ে ‘ফিডব্যাক’ দিতে হবে। এরপর...