লন্ডনে উবেরের লাইসেন্স বাতিলে পৌষ মাস ওলার
বিবি ডেস্ক : বিশ্বের বৃহত্তম অ্যাপ ক্যাব পরিষেবা প্রদানকারী সংস্থা উবেরের বাণিজিক লাইসেন্স বাতিল হয়ে গিয়েছে লন্ডনে। তার বাজার ধরতে মাঠে নামল ওলা।
মঙ্গলবার থেকে ওলা লন্ডন শহরে পরিষবা শুরু করার জন্য ড্রাইভারদের নাম নথীভুক্ত করতে শুরু করেছে। বেঙ্গালুরুর এই সংস্থা ইতিমধ্যেই বার্মিংহাম, ব্রিস্টল এবং লিভারপুলে ক্যাব পরিষেবা দেয়।
ওলার আন্তর্জাতিক প্রধান সিমন স্মিথ জানিয়েছেন, দশ হাজার গাড়ির জন্য ড্রাইভারদের বুকিং শুরু হয়েছে। চলতি সপ্তাহ থেকেই লন্ডনে পরিষেবা চালু করবে ওলা।
তিনি জানিয়েছেন, ‘‘আমরা লন্ডনের পরিষেবা চালু করার জন্য দ্রুত গতিতে কাজ করছি। লন্ডনের পরিবহণ কর্তৃপক্ষের সঙ্গে আমাদের সদর্থক আলোচনা হয়েছে।’’
উবেরে বাণিজিক লাইসেন্স বাতিল হয়ে যাওয়ার জন্য লন্ডনে পরিষেবা চালু করার জন্য উঠেপড়ে নেমেছে ওলা তেমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছন ওলার মুখপাত্র।
২৫ নভেম্বর ওলার বাণিজিক লাইসেন্স বাতিল ...