Tag: Trade Union

চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের পিএফের আওতায় আনার দাবি, প্রস্তাব গেল রাজ্যের কাছে
খবর

চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের পিএফের আওতায় আনার দাবি, প্রস্তাব গেল রাজ্যের কাছে

বিবি ডেস্ক: সম্প্রতি রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের বেশ ক’জন ঠিকা কর্মীকে প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) ও এমপ্লয়িজ় স্টেট ইনশিয়োরেন্স (ইএসআই) (ESI) প্রকল্পের আওতায় আনার ব্যবস্থা করেছে সরকার। এই পদক্ষেপের ফলে ওই বিভাগের পাম্প অপারেটর এবং ভাল্‌ভ অপারেটরেরা উপকৃত হবেন। এ ব্যাপারে রাজ্য সম্প্রতি বিবৃতিতে জানিয়েছে, যে সমস্ত ঠিকাদার সংস্থা সরকারি বরাত নিয়ে কাজ করে, তাদের বাধ্যতামূলক ভাবে পিএফ (PF) ও ইএসআইয়ে (ESI) নথিভুক্ত হতে হবে। দরপত্রের ফর্মের সঙ্গেই দিতে হবে দুই প্রকল্পে নথিভুক্তির সার্টিফিকেট। অন্যথা তারা বরাত পাবে না। কী দাবি এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্য সরকারি দফতরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) আওতায় আনার দাবি তুলল ট্রেড ইউনিয়নগুলির একাংশ। সম্প্রতি প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষের আঞ্চলিক কমিটির সভায় প্রস্তাবটি তোলে তারা। ট্রেড ইউনিয়ন সূত...