রফতানি বাড়াতে ইস্পাতের রফতানি শুল্ক তুলে নিল কেন্দ্র, স্বস্তিতে শিল্প মহল
বিবি ডেস্ক: অতিমারি কাটিয়ে অর্থনীতি (Indian Economy) ছন্দে ফেরার মুখে বাড়ছিল ইস্পাত রফতানি (Steel Export)। কিন্তু এরই মধ্যে পরিস্থিতির ভোলবদল।
রফতানি বৃদ্ধির জেরে দেশে কাঁচামালের দাম বাড়ায় দ্রুত বেড়ে যায় টিএমটি বার (TMT Bar), লোহার রড, বিম ইত্যাদি পণ্যের দরও। এর ফলে সমস্যায় পড়ে নির্মাণ শিল্প। অবস্থা সামলাতে ইস্পাত ও আকরিক লোহা রফতানিতে শুল্ক বসায় সরকার। কিন্তু হালে রফতানি কমতে শুরু করেছে। পাশাপাশি ইস্পাত সংস্থাগুলিও শুল্ক তোলার আর্জি জানাচ্ছিল। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহে ইস্পাতমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) সঙ্গে বৈঠক করেন। সেখানে শুল্ক তোলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বস্তির সঙ্গে আশঙ্কা
মে মাসে শুল্ক বসার পর থেকেই রফতানিতে ধাক্কার কথা জানাচ্ছিল সংশ্লিষ্ট শিল্প মহল। তাদের দাবি ছিল, এ...