Tag: Steel Price

কমছে চাহিদা, হু হু করে পড়ছে দাম, তবুও চিন্তার কিছু দেখছে না ইস্পাত শিল্প
খবর

কমছে চাহিদা, হু হু করে পড়ছে দাম, তবুও চিন্তার কিছু দেখছে না ইস্পাত শিল্প

বিবি ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তো ছিলই। সঙ্গে ছিল চিনা বিধিনিষেধ। ফলে ইস্পাতের দাম বাড়ছিল। কিন্তু চাহিদা কমে যাওয়ায় দাম কমতে শুরু করে। এক সময়ে তা কমে যায় প্রায় ৪০ শতাংশ। এই অবস্থাতেও কিন্তু আশার আলোই দেখছে ইস্পাত শিল্প (Steel Industry)। নভেম্বর থেকে দাম বাড়বে বলে আশাবাদী তারা। কেন কমল দাম ইস্পাত শিল্পের (Steel Industry) একাংশের মতে, ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পণ্যটি সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছিল। সেই সঙ্গে যোগ হয় চিনে ইস্পাত রফতানির উপরে বিধিনিষেধ। তাতেই দাম বাড়ে। তবে হালে প্রায় ৪০% কমে টনে দর হয়েছে ৫৫,০০০-৫৭,০০০ টাকা। শ্যাম স্টিলের (Shyam Steel) ডিরেক্টর ললিত বেরিওয়াল বলেন, ‘‘সাধারণত বর্ষায় নির্মাণের কাজ বন্ধ থাকে। ফলে কমে ইস্পাতের চাহিদা। বছরের গোড়ায় দাম বাড়লেও তাই জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে দ্রুত তা কমেও এসে...