শ্রীনগরে আয়োজিত হচ্ছে Global investors’ summit
বিবিডেস্ক: আগামী ১২ অক্টোবর থেকে তিন দিনের জন্য একটি বিশ্ব বাণিজ্য সম্মেলন বা গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন করছে জম্মু ও কাশ্মীর প্রশাসন।
জম্মু ও কাশ্মীরের মুখ্যসচিব নবীন চৌধুরি সংবাদ মাধ্যমের কাছে জানান, বিনিয়োগের ব্যাপারে এখানকার সম্ভাবনা, কৌশল এবং শক্তির বিশদ মত আদানপ্রদানের মাধ্যমে শি্ল্পোদ্যোগীদের আকর্যণের জন্যই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
কেন্দ্রীয় সরকার বিশ্বাস করে, জম্মু ও কাশ্মীরের নতুন পরিবর্তিত অবস্থান অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলে বেসরকারি খাতের বিনিয়োগকে উৎসাহিত করবে। এখন পর্যন্ত সরকারি আধিকারিকরা বলছেন, ৩৭০ এবং ৩৫ এ ধারার বিধানগুলি ব্যবসায়িক ক্ষেত্রে চরম বাধার সৃষ্টি করে আসছিল। বিশেষ করে জমি কেনা এবং দক্ষ শ্রমিক নিয়োগ থেকে বিরত রেখেছিল ওই ধারার বিধানগুলি।
সরকারী পরিসংখ্যান অনুসারে, জম্মু ও কাশ্মীরে সমস্ত কেন্দ্রীয় তহবিলের ১০% রাজ্যটিতে ২০০০ এবং ২০১৬-য় পৌঁছে...