Tag: Shell

দেশ জুড়ে তৈরি হবে ১০ হাজার চার্জিং পয়েন্ট, সৌজন্যে শেল
খবর

দেশ জুড়ে তৈরি হবে ১০ হাজার চার্জিং পয়েন্ট, সৌজন্যে শেল

বিবি ডেস্ক: ২০৩০ সালের মধ্যে দেশ জুড়ে বৈদ্যুতিন যানের (Electric Vehicle) ১০ হাজার চার্জিং পয়েন্ট তৈরি করার সিদ্ধান্ত নিল শেল। সম্প্রতি গাড়ির ধোঁয়া থেকে নির্গত দুষণের বিরুদ্ধে এবং বৈদ্যুতিন গাড়ির পক্ষে আন্দোলনে অংশ নিয়েছে তারা। পথ চলা শুরু বেঙ্গালুরু থেকে দেশের ৮৩ হাজার ৮৮৮টি পেট্রল পাম্পের মধ্যে মোট ৩২৭টি চালায় শেল (Shell)। বৃহস্পতিবার সংস্থা তাদের প্রথম বৈদ্যুতিন যানের চার্জিং পয়েন্টের উদ্বোধন করল বেঙ্গালুরুতে। আজ একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে সংস্থা। বিজ্ঞপ্তিতে সংস্থা আরও জানিয়েছে, ‘দেশের বাজারেই শেল (Shell) তাদের প্রথম দুই চাকার বৈদ্যুতিন যানের (Electric Vehicle) চার্জার আনতে চলেছে। ২০৩০ সালের মধ্যে দেশ জুড়ে ১০ হাজার চার্জিং পয়েন্ট তৈরি করবে সংস্থা। শেল রিচার্জ স্টেশনের মাধ্যমে সবুজ এবং দুষণহীন ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যাব।’ গ্রিন ...