টাকার দামকে গত ৬ বছরের তলানিতে টেনে নামাল কাশ্মীর!
বিবিডেস্ক: জম্মু–কাশ্মীরের অস্থির পরিস্থিতির প্রভাবে নিম্নমুখী হয়েছে শেয়ারবাজার। একই সঙ্গে ডলারের তুলনায় টাকার দামে দেখা দিয়েছে রেকর্ড পতন। আগামী কয়েক দিন কাশ্মীর ইস্যু যে শেয়ার বাজার থেকে শুরু টাকার দামে গুরুতর প্রভাব বজায় রাখবে, সেটা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে সোমবারেই।
দীর্ঘ ছয় বছরে এ ভাবে পতনের মুখ দেখেনি টাকার দাম। গত ৩ সেপ্টেম্বর, ২০১৩-য় ১.৬ শতাংশের অবনমন ঘটে ডলারের তুলনায় টাকার দামে। এক ধাক্কায় টাকার দাম পড়ে ডলারপিছু দাঁড়ায় ৭০.৭৩ টাকা। গত শুক্রবার ডলারের তুলনায় টাকা থেমেছিল ৬৯.৫৯ টাকায়। কিন্তু কাশ্মীরের ৩৭০ ধারা নিয়ে রাজ্যসভায় বিল পেশের পরই তার রেকর্ড পতন হয়। ঠেকে ৭০.৫৯ টাকায়। অর্থাৎ, এ দিন ১০০ পয়সার অবনমন দেখা যায় টাকার দামে। একটা সময় যা ১.৩ শতাংশের ধাক্কা খেয়ে পৌঁছে গিয়েছিল ৭০.৭২ টাকাতেও।
সোমবার বাজার খুলতেই এক ধাক্কায় সেনসেক্স ৪৪০.১৫ পয়েন্ট বা ১.২ শতাংশ পড়ে সূচক দাঁড়...