ritesh agarwal

বেতন বৃদ্ধি ২৫০ শতাংশ! ওয়ো কর্তার বেতন বেড়ে পাঁচ কোটি ৬০ লক্ষ টাকা

বেতন ছিল দেড় কোটির ঘরে। সেই বেতন বৃদ্ধি পেল ২৫০ শতাংশ। এবং এক লাফে পৌঁছে গেল পাঁচ কোটি ৬০ লক্ষের ঘরে। এই পরিমাণ বেতনই পেয়েছেন সফটব্যাঙ্কের সংস্থা ওয়োর চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) তথা প্রতিষ্ঠাতা রীতেশ আগরওয়াল।