এফএমজিসি বাজারে নাম লেখাচ্ছে রিলায়েন্স, নিয়ে এল প্যাকেজড পণ্য ব্র্যান্ড ‘ইন্ডিপেনডেন্স’
নিজের তৈরি প্যাকেজড পণ্য ব্র্যান্ড 'ইন্ডিপেনডেন্স' চালু করার ঘোষণা করল রিলায়েন্স রিটেল (Reliance Retail)-এর এফএমসিজি শাখা রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস (Reliance Consumer Products)। বৃহস্পতিবার গুজরাতে এই ঘোষণার মধ্যে দিয়েই হিন্দুস্তান ইউনিলিভার (HUL) এবং আইটিসি (ITC)-র মতো সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার ইঙ্গিত দিচ্ছে রিলায়েন্স।
কাঁচামাল থেকে শুরু করে প্রক্রিয়াজাত খাবার এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করবে সংস্থা। একটি বিবৃতিতে রিলায়েন্স বলেছে, গুজরাতকে একটি 'গো-টু-মার্কেট' রাজ্য হিসাবে গড়ে তোলার পরিকল্পনা করেছে তারা, যাতে নিজের এফএমসিজি ব্যবসার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে দ্রুত জাতীয় স্তরে ব্র্যান্ডটি চালু করা যায়।
আগামী কয়েক মাসের মধ্যেই সারা গুজরাত জুড়ে স্বল্পমেয়াদি পণ্য বা এফএমজিসি-র খুচরো বিক্রি পরিকল্পনা রয়েছে তাদের। সমগ্র রাজ্যেই এই ব্যবসা ছড়িয়ে দেওয়ার ক...