চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অংশীদারিত্ব দ্রুত বিক্রি করতে চায় কেন্দ্র
বাংলাbiz ডেস্ক: চলতি আর্থিক বছরের মধ্যেই কমপক্ষে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অংশীদারিত্ব বেচে দিতে চায় কেন্দ্র। এর জন্য তারা কোমর বেঁধে নেমেছে। এই প্রক্রিয়া যতটা সম্ভব দ্রুত সেরে ফেলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর এ ব্যাপারে বিভাগীয় কর্তাদের নির্দেশ দিয়েছে বলে সূত্রের খবর।
সূত্রটি জানিয়েছে, যে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অংশীদারিত্ব দ্রুত বিক্রি করে দেওয়ার ভাবনাচিন্তা চলছে সেগুলি হল পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক (Punjab & Sind Bank), ব্যাঙ্ক অব মহারাষ্ট্র (Bank of Maharashtra), ইউকো ব্যাঙ্ক (UCO Bank) এবং আইডিবিআই ব্যাঙ্ক (IDBI Bank)। এই ব্যাঙ্কগুলিতে প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে সরকারি অংশীদারিত্বের পরিমাণ সর্বোচ্চ।
ব্যাঙ্ক বেসরকারিকরণে তাড়াহুড়ো কেন
লাইভমিন্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাঙ্কিং সেক্টরকে ঢেলে সাজতে চায় কেন্দ্র। করোনাভাইরাস মহামারি (Coronavirus p...