সংকটে পড়া অর্থনীতির হাল ফেরাতে আরও একটি প্যাকেজ ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নয়াদিল্লি: করোনা মহামারিতে দেশের অর্থনীতির নাজেহাল অবস্থা। সেই ধুঁকতে থাকা অর্থনীতির হাল ফেরাতে আরও একটি প্যাকেজ ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। যে সব কেন্দ্রীয় আধিকারিক বিষয়টির সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের মতে, ১৩ আগস্ট বৃহস্পতিবারের মধ্যেই ওই ঘোষণা হতে পারে।
শুধু ভারতই নয়, কোভিড-১৯ মহামারিতে গোটা বিশ্ব অর্থনীতির বেহাল দশা। যে যার নিজের মতো করে পদক্ষেপ করছে অর্থনীতির হাল ফেরাতে। ভারতও তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই ভারতেও একাধিক আর্থিক প্যাকেজ ঘোষিত হয়েছে। খুব শীঘ্রই আরও একটি প্যাকেজ ঘোষণা করে ভেঙে পড়া অর্থনীতিকে জিইয়ে তোলার পদক্ষেপ করা হচ্ছে বলে ইকোনমিক্স টাইমস-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী যে প্যাকেজ ঘোষণা করতে চলেছেন তাতে কর প্রশাসন ঢেলে সাজার ব্যাপারটিও অন্তর্ভুক্ত হতে পারে।
করোনাজনিত মহামারি পরিস্থিতির সামাল দিতে...