খরচে উৎসাহে দিতে ব্যক্তিগত আয়করের স্ল্যাব ঢেলে সাজাতে চায় কেন্দ্র

এবার আয়করের স্ল্যাব ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করছে মোদী সরকার। কেন্দ্রের আশা এর ফলে মধ্যবিত্তের মধ্যে খরচের আগ্রহ বাড়বে, চাঙ্গা হবে ঝিমিয়ে পড়া অর্থনীতি।