কৃষকদের ডাকা বন্ধে উত্তর ভারত কার্যত স্তব্ধ, চলছে রেল ও সড়ক অবরোধ
খবরঅনলাইন ডেস্ক: বিতর্কিত কৃষি বিলের বিরোধিতায় কৃষক সংগঠনগুলির ডাকা ভারত বন্ধে কার্যত অচল হয়ে পড়েছে উত্তর ভারত। পঞ্জাব, হরিয়ানা আর উত্তরপ্রদেশে স্তব্ধ হয়ে গিয়েছে রেল চলাচল। রেল অবরোধ চলার ফলে জায়গায় জায়গায় থেমে গিয়েছে ট্রেন।
বিক্ষোভরত কৃষক সংগঠনগুলি হুমকির সুরে কেন্দ্রকে জানিয়েছে যে এই বিল অবিলম্বে প্রত্যাহার করা না হলে বিক্ষোভের আঁচ আরও বাড়বে।
কৃষকদের দাবিকে সমর্থন জানিয়েছে কংগ্রেস, ডিএমকে, তৃণমূল, বামফ্রন্ট-সহ একাধিক বিরোধী দল। কৃষক বিক্ষোভ সব থেকে বেশি হচ্ছে পঞ্জাবে। বর্তমানে সে রাজ্যে কোভিড-বিধি জারি রয়েছে, যার ফলে এক জায়গায় চার জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ জানিয়েছেন, শুক্রবার কোভিডবিধি কেউ লঙ্ঘন করলেও তাদের বিরুদ্ধে কোনো এফআইআর করা হবে না।
বিক্ষোভের ভয়ে সিল করে দেওয়া হয়েছে পঞ্জাব-হরিয়ানা সীমান্তও। যদিও তাতে ...