মার্চেই সারতে হবে এই ৫টি আর্থিক কাজ, নইলে জরিমানা, আটকে যেতে পারে লেনদেন
প্যান-আধার লিঙ্ক করা থেকে কর সাশ্রয়— অনেক কিছুর জন্য খুবই গুরুত্বপূর্ণ চলতি মার্চ মাস। এই মাসে কিছু গুরুত্বপূর্ণ কাজের সময়সীমা শেষ হওয়ার কথা। হাত সময় থাকতে এই কাজগুলি সেরে ফেলতে হবে। নইলে শুধু যে জরিমানা দিতে হবে তাই নয়, এর ফলে বাড়তে পারে জটিলতা।
প্যান-আধার লিঙ্ক
আগামী ৩১ মার্চের মধ্যে পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (PAN)-কে আধারের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে আয়কর বিভাগ। লিঙ্ক না করা প্যান ১ এপ্রিল, ২০২৩ থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে। কোনো জরিমানা ছাড়াই প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা আগেই পার হয়ে গেছে। এখন এক হাজার টাকা জরিমানা দিয়ে প্যান এবং আধার লিঙ্ক করতে পারেন।
আপডেট করা আইটিআর ফাইল
২০১৯-২০ আর্থিক বছরের জন্য আপডেট করা আয়কর রিটার্ন (ITR) দাখিলের সময়সীমা হল ৩১ মার্চ। অতএব, যে করদাতারা এই কাজটি এখনও করেননি বা উল্লিখিত আর্থিক বছরের জন্য কোনো আয়ের রিপোর্ট জমা করতে ভুলে...