আরও দ্রুত এবং সহজ হবে ঋণ, জাতীয় আর্থিক তথ্য ভাণ্ডার গড়ছে কেন্দ্র
২০২২-২৩ আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেটে জাতীয় আর্থিক তথ্য ভাণ্ডার (National financial information registry) গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, এতে ঋণ মঞ্জুর এবং আবেদনকারীর কাছে ঋণের টাকা পৌঁছানোর প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে।
শনিবার আরবিআই গভর্নর বলেন, “ঋণ মঞ্জুর করার আগে একটি ব্যাঙ্কের অনেক তথ্যের প্রয়োজন হয়। ফলে গোপনীয়তা এবং অন্যান্য বিষয়গুলি যতটা সম্ভব বিবেচনা করে একটি তথ্য ভাণ্ডার তৈরি করা হলে, আবেদনের প্রেক্ষিতে ঋণ মঞ্জুর করতে সুবিধা হবে ব্যাঙ্কের। আবেদনকারীর তথ্য ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলির কাছে সহজলভ্য হলে প্রক্রিয়াটিকে দ্রুততর করে তুলবে। ক্রেডিট প্রবাহ বাড়বে"।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে কেন্দ্রীয় ব্যাঙ্কের বোর্ডের বৈঠকের পরে শক্তিকান্ত দাস বলেন, এই তথ্য ভাণ্ডার আইন দ্বারা সমর্থিত হবে, যার...