গাড়ির বিমা ছাড়া পেট্রোল-ডিজেল মিলবে না? কেন এমন জল্পনা
আপনার গাড়ি-বাইকের বিমা করানো আছে তো? নইলে এমনও হতে পারে পাম্পে গিয়ে আপনি পেট্রোল বা ডিজেল পাবেন না। প্রথমে বিমা করে আসুন, তার পরই মিলবে জ্বালানি! আচমকা কেন এমন জল্পনা।
এমনই জল্পনা ছড়িয়েছে বিমা সংস্থাগুলির একটি প্রস্তাবে। যেখানে বলা হয়েছে, বিমাবিহীন যানবাহনকে তেল পাম্পে পেট্রোল-ডিজেল ভরার অনুমতি দেওয়া উচিত নয়।
মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, অটোমোবাইল বিমার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিমা শিল্প এই প্রস্তাব করেছে। এই অফারটি এই মাসের শুরুতে বিমা নিয়ন্ত্রক, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া বা আইআরডিএআই (IRDAI)-এর আয়োজিত 'বিমা মন্থন'-এর সময় উত্থাপিত একটি প্রস্তাবের অংশ।
এই প্রস্তাবটি উপস্থাপনের পাশাপাশি, একটি অ্যাপও দেওয়া হয়েছে, যা এম পরিবহণের সঙ্গে নিবন্ধিত হবে এবং কোন গাড়িটির বিমা রয়েছে এবং কোনটির নেই, তা জানাবে। প্রতিবেদনে বলা হয়েছে, যদি এই প্রস্ত...