মোবাইল ডেটার গতিতে রাশিয়া, আর্জেন্টিনার থেকে এগিয়ে ভারত
মোবাইল ডেটার গতিতে বিশ্বে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে ভারত। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত দেশটি এক ধাক্কায় ৬৯তম স্থান থেকে পৌঁছেছে ৪৯তম স্থানে। এর নেপথ্যে রয়েছে ভারতে চালু হওয়া ফাইভ-জি (5G) পরিষেবা।
২০২২ সালের অক্টোবরে ভারতে ফাইভ-জি পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহত্তর অংশের কাছে এখনও পৌঁছাতে পারলেও রিলায়েন্স জিও (Reliance Jio) এবং ভারতী এয়ারটেল (Bharti Airtel) উচ্চগতির ফাইভ-জি পরিষেবা চালু করেছে। Ookla-এর সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, ফাইভ-জি চালু হওয়ার ফলে ভারতে মোবাইল ডেটার গতি ১১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এ গতি বৃদ্ধির ফলে জি-২০ (G20)-র কিছু দেশ এবং প্রতিবেশী দেশ, যেমন রাশিয়া, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে ছাড়িয়ে গেছে ভারত। Ookla-এর প্রতিবেদনে Jio এবং Airtel-এর কর্মক্...