রফতানি বাড়াতে ইস্পাতের রফতানি শুল্ক তুলে নিল কেন্দ্র, স্বস্তিতে শিল্প মহল

মে মাসে শুল্ক বসার পর থেকেই রফতানিতে ধাক্কার কথা জানাচ্ছিল সংশ্লিষ্ট শিল্প মহল। তাদের দাবি ছিল, এর জেরে ইস্পাতের দাম বাড়ছে। ফলে বিদেশে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে দেশের পণ্য।