International Women’s Day: রইল মহিলাদের বিনিয়োগের জন্য ৩টি বিকল্প
বুধবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day)। লিঙ্গ বৈষম্য দূর করে কাজের ক্ষেত্রে সমানাধিকার ও ভোটাধিকারের দাবিতে পশ্চিমী দুনিয়ায় যে আন্দোলন শুরু হয়েছিল, সেখানেই নিহিত নারীদিবস উদযাপনের শিকড়। বিশেষ এই দিন আজ আরও পাঁচটা উৎসবের মতোই শুভেচ্ছা বিনিময়, কার্ড আদান-প্রদানের দিন।
নারীদের উল্লেখযোগ্য অর্জন এবং তাদের জন্য বিস্তৃত উন্নয়নমূলক কাজের প্রতিও দৃষ্টি আকর্ষণ করা হয় এই দিনটাতে। স্বাভাবিক ভাবেই মহিলাদের বিনিয়োগ পদ্ধতিই বা কেন বাদ পড়বে?
২০২২ সাল বাজারকে ব্যাপক অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। মহিলাদের বিনিয়োগের পদ্ধতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। মিউচুয়াল ফান্ড বা স্থায়ী আমানতের মতো ঐতিহ্যবাহী স্কিমের বিনিয়োগকারী হিসেবে আরও বেশি নারীকে দেখা গেছে। আসলে তাদের মধ্যে দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য থাকতে দেখা যায়!
চলতি বছরে এখনও পর্যন্ত মাত্র মাসদুয়েক কেটেছে...