Tag: Insolvency Professional

ঋণ শোধ করতে আংশিক বিক্রিতে অনুমতি, সংস্থা বাঁচাতে পদক্ষেপ করল পর্ষদ
খবর

ঋণ শোধ করতে আংশিক বিক্রিতে অনুমতি, সংস্থা বাঁচাতে পদক্ষেপ করল পর্ষদ

বিবি ডেস্ক: পরিসংখ্যান বলছে, দেউলিয়া আইন (Loan Defaulter) চালু হওয়ার পর থেকে তার আওতায় গত জুন পর্যন্ত মোট ৩৭৪টি সংস্থা নিজেদের গুটিয়ে ফেলেছে। তাদের মোট ঋণের পরিমাণ ছিল ৭১ হাজার ৭৬৬ কোটি ৩ লক্ষ টাকা। কিন্তু গুটিয়ে নেওয়ার পরে আদায় হয়েছে মাত্র দু’হাজার ৯৩৬ কোটি ৩০ লক্ষ টাকা। এই পরিসংখ্যানই বদলে দিতে নিয়মে বদল আনল দেউলিয়া পর্ষদ। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এ বার থেকে কোনও দেউলিয়া হয়ে যাওয়া সংস্থার ক্রেতা পাওয়া না গেলে, সেটি গুটিয়ে নেওয়ার আগে তার এক বা একাধিক অংশ বিক্রি করা যাবে। নিয়মে কী বদল দেউলিয়া পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী, শোধ করতে না পারা ঋণ মেটানোর জন্য সংশ্লিষ্ট সংস্থায় নিযুক্ত কর্তৃপক্ষ (ইনসলভেন্সি প্রফেশনাল) (Insolvency Professional) সেখানকার সম্পত্তি আলাদা আলাদা ভাবে বিক্রি করে টাকা তুলতে পারবেন। দেউলিয়া সংস্থাটি গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া চলাকালীন ঋণদাতাদের কমিটিও তার মালিক বা কর্মীদে...