Tag: Hardeep Singh Puri

১৪ এপ্রিল থেকে আন্তর্দেশীয় উড়ানের বুকিং শুরু হতে পারে
খবর

১৪ এপ্রিল থেকে আন্তর্দেশীয় উড়ানের বুকিং শুরু হতে পারে

বাংলাবিজ ডেস্ক : ১৪ এপ্রিল থেকে আন্তর্দেশীয় উড়ানের জন্য বুকিং নিতে পারে বিমান পরিষেবা সংস্থাগুলি, যদি না কোভিড ১৯ সংক্রমণের জন্য লকডাউনের সময়সীমা আর বাড়ানো হয়। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী। ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন অসামরিক পরিবহণমন্ত্রী। তিনি বলেন, লকডাউন তুলে নেওয়া হলে, বিদেশে থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য বিমান পরিষেবা চালু করা হবে। হরদীপ সিং পুরী বলেন, ‘‘লকডাউন উঠে গেলে কেস টু কেস ভিত্তিতে আন্তর্জাতিক উড়ান আবার চালু করে হতে পারে।’’ করোনাভাইরাস সংক্রমণ রুখতে কেন্দ্র দেশ জুড়ে ২১দিনের লকডাউন ঘোষণা করেছে। অন্যান্য পরিষেবার মতো বন্ধ রয়েছে বিমান পরিষেবাও। তবে দিন দুয়েক আগেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে লকডাউনের সময়সীমা বাড়ানোর পরিকল্পনা তাদের নেই। এই ভিডিও কন্ফারেন্সে উপস্থিত ছিলেন অসামরিক বিমান পরিব...