নতুন বছরে ২০০ কোটি বিনিয়োগ, আবার স্বপ্ন দেখছে হলদিয়া
নতুন ভাবে চালু হওয়া ফেরো অ্যালয় কারখানায় (Ferro Alloy Factory) বিনিয়োগ হবে ২০০ কোটি টাকা। নতুন বছরেই এই খবর আসতেই খুশির খবর হলদিয়ায় (Haldia)। স্টিল উৎপাদক সংস্থাকে কাঁচামাল জোগাবে ওড়িশার মর্ডান ইন্ডিয়া কনকাস্টের (কাসভি গোষ্ঠী) (Modern India Concast) এই কারখানাটি। সংস্থার দাবি, প্রাথমিক কর্মসংস্থান হবে ৫০০ জনের। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের বক্তব্য, শিল্পবান্ধব পরিবেশ বজায় রাখতে সব রকম সাহায্যে প্রস্তুত তারা।
আগের কথা
ইস্পাতের গুরুত্বপূর্ণ কাঁচামাল ফেরো অ্যালয় (Ferro Alloy)। ২০০৮ সালে বাম আমলে অন্য একটি সংস্থা হলদিয়ায় এই কারখানাটি গড়েছিল। কিন্তু তারা ২০১৯-এ উৎপাদন বন্ধ করে। ওই বছরই দেউলিয়া আইনে কারখানাটি জাতীয় কোম্পানি আইন ট্রাইবুনালে যায়। ২০২১-এ সেটি কেনে মডার্ন ইন্ডিয়া (Modern India)। তারাই বুধবার কারখানাটির দরজা খুলবে...