আজ জিএসটি বৈঠক: রাজ্যগুলির ৬ লক্ষ কোটি রাজস্ব ক্ষতি কেন্দ্রকে পূরণ করতে বলল কংগ্রেস
বাংলাbiz ডেস্ক: ধারাবাহিক অর্থনৈতিক মন্দার দরুন জিএসটি (GST) খাতে রাজ্যগুলির যে ৬ লক্ষ কোটি টাকার মতো রাজস্ব ক্ষতি হয়েছে তা পুরোপুরি পূরণ করে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানাল কংগ্রেস (Congress)। উল্লেখ্য, আজই জিএসটি কাউন্সিল সদস্যদের বৈঠকে বসার কথা।
জিএসটি ক্ষতিপূরণ আইন (GST Compensation Act) অনুসারে জিএসটি সংগ্রহে বৃদ্ধির পরিমাণ ১৪ শতাংশের কম হলে রাজ্যগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার কথা। রাজ্যগুলিকে সেই পাওনাও মিটিয়ে দেওয়ার জন্য কেন্দ্রকে অনুরোধ করেছে কংগ্রেস।
কংগ্রেস নেতা রাজীব গৌড়া, এস মনপ্রীত সিং বাদল (অর্থমন্ত্রী, পঞ্জাব) এবং কৃষ্ণ বায়রে গৌড়া (কর্নাটকের প্রাক্তন অর্থমন্ত্রী) এক যৌথ বিবৃতিতে বলেছেন, কেন্দ্র যে প্রতিশ্রুতি দিয়েছে, তার কমে কোনো অর্থ দেওয়া হলে তাতে ভারতীয় রাজ্যগুলির প্রতি বিশ্বাসঘাতকতা করা হবে।
আরও পড়ুন: ‘আরবিআইয়ের আড়ালে লুকিয়ে রয়েছে’, কেন্দ্রীয় সর...